প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হত্যা ও নাশকতার অভিযোগে করা আট মামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ ১১ জানুয়ারি পর্যন্ত তাঁকে আগাম জামিন দিয়েছেন। এ সময়ের মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
আদালতে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী, তার সঙ্গে ছিলেন আইনজীবী রায় চৌধুরী।
আইনজীবী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, ’রমনা, পল্টন ও দিক্ষিণ কেরাণীগঞ্জ থানার আট মামলায় নিপুণ রায়কে ১১ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।’
সরকার পতনের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর সমাবেশ ডেকেছিল বিএনপি। ২০ শর্তে তাদের সমাবেশের অনুমতি দেয় পুলিশ।
এসব মামলায় গ্রেপ্তারের আশঙ্কা থেকে হাইকোর্টে আগাম জামিন চেয়ে পৃথক আটটি আবেদন করেন নিপুণ রায়। আজ সোমবার শুনানির পর উচ্চ আদালত তাঁকে জামিন দেন।