বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে জাতিসংঘ আহ্বান জানিয়ে যাবে। জাতিসংঘ সদর দপ্তরে নিউ ইয়র্কের স্থানীয় সময় গতকাল সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
তফসিল ঘোষণার পর চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের এই মুখপাত্র বলেছেন, ‘বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে যাবে জাতিসংঘ।’
বাংলাদেশে নিবার্চন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।