পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন চলতি মাসে ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করাই তাঁর এ সফরের লক্ষ্য। ভারতের পররাষ্ট্র সচিবের আমন্ত্রণেই তিনি এ সফর করবেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পররাষ্ট্র সচিবের আসন্ন ভারত সফর দুই দেশের মধ্যে নিয়মিত আলোচনা ও যোগাযোগের অংশ।
জানা গেছে, সফরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক পর্যালোচনাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে পারেন। নির্বাচনের আগে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে এটিই শেষ বৈঠক হতে পারে।