NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ২০, ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
Logo
logo

ভারতে যাচ্ছেন পররাষ্ট্র সচিব


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:১২ এএম

ভারতে যাচ্ছেন পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন চলতি মাসে ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করাই তাঁর এ সফরের লক্ষ্য। ভারতের পররাষ্ট্র সচিবের আমন্ত্রণেই তিনি এ সফর করবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পররাষ্ট্র সচিবের আসন্ন ভারত সফর দুই দেশের মধ্যে নিয়মিত আলোচনা ও যোগাযোগের অংশ।

 
এর আগে ফেব্রুয়ারিতে পররাষ্ট্র সচিবের আমন্ত্রণে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করেন। আগামী নির্বাচনের আগে এ সফরকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাধারণত এ ধরনের বৈঠক বছরে একবার হয়। তবে প্রয়োজনে একাধিকবার হতে পারে।
 

 

জানা গেছে, সফরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক পর্যালোচনাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে পারেন। নির্বাচনের আগে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে এটিই শেষ বৈঠক হতে পারে।