পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন চলতি মাসে ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করাই তাঁর এ সফরের লক্ষ্য। ভারতের পররাষ্ট্র সচিবের আমন্ত্রণেই তিনি এ সফর করবেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পররাষ্ট্র সচিবের আসন্ন ভারত সফর দুই দেশের মধ্যে নিয়মিত আলোচনা ও যোগাযোগের অংশ।