সিডনিতে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল প্রথমবারের মতো মিন্টুর করোনেশন পার্কে ঈদ পরবর্তী মিলনমেলার আয়োজন করেছে। সকল সংস্কৃতির মানুষ জমায়েত হওয়ার পাশাপাশি ইসলামি ঐতিহ্যের সমৃদ্ধির জন্য তাদের এই উদ্যোগ সব মহলে প্রশংসা পেয়েছে।
ঈদুল ফিতর পরবর্তী এই বৃহৎ জনসমাগমে বহু সাংস্কৃতিক মজাদার খাবার, শিশুদের খেলনা সামগ্রী, ইসলামি বই পুস্তক ও স্টলের পাশাপাশি ছিল বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও বাচ্চাদের জন্য বিনোদনমূলক রাইড।
ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল মেয়র জর্জ গ্রিস তার প্রতিনিধি কাউন্সিলর ইব্রাহীম খলিল মাসুদের মাধ্যমে ঈদ পরবর্তী মিলন মেলায় মুসলমানদের অভিনন্দন জানান। পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও পর্যটনকে আকৃষ্ট করার একটি চমৎকার সুযোগ তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
কাউন্সিলর মাসুদ চৌধুরী ও কাউন্সিলর ইব্রাহীম খলিল মাসুদ বলেন, মুসলিম সম্প্রদায়ের জন্য প্রথমবারের মতো কাউন্সিল আয়োজিত ঈদ উৎসব আমাদের প্রত্যেকের জন্য ইসলাম সম্পর্কে জানার এবং উদ্যাপন করার একটি চমৎকার সুযোগ বয়ে আনার পাশাপাশি বহু সংস্কৃতি এবং সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন গড়ে উঠেছে।