প্রতিবারের ন্যায় এবারও মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বসছে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৈশাখী মেলা।

আগামী ১৩ মে কুয়ালালামপুর ক্রাফট কমপ্লেক্সে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই মেলা। অনুষ্ঠানে দিনব্যাপী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দেশীয় খাবারের হরেক রকমের ব্যবস্থা থাকবে।

আয়োজক সংশ্লিষ্টরা জানান, দিনব্যাপী দেশের জনপ্রিয় সংগীত শিল্পী খুরশিদ আলম, দিলশাদ নাহার কনাসহ একঝাঁক তারকার অংশগ্রহণে থাকছে নানা আয়োজন।

 

কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠবে এ আয়োজন-এমনটাই প্রত্যাশা আয়োজকদের।