সিডনী ফাইটার্স ক্লাব অস্ট্রেলিয়ার সিডনীর কমিউনিটি ক্রিকেট টুর্নামেন্টে একটি পরিচিত দলের নাম। অধিনায়ক ফরহাদ মাহবুব এবং সহ-অধিনায়ক এস কে ডি রাহুল রাহুলের অধীনে গত ২ বছরের বেশি সময় ধরে সুনামের সাথে সিডনী ফাইটার্স ক্লাব খেলে আসছে।
গত ১লা মে (সোমবার) দলের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে ক্রিকেট ক্লাবটির নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার হামিদ আল হাসান এবং সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অগ্নিক পোদ্দার। তাদের দুইজনেরই সিডনী কম্যুনিটি ক্রিকেট ও ক্রিকেট এন এস ডাব্লিউতে দীর্ঘ দিনের ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে।
বাংলাদেশী কম্যুনিটি ক্রিকেটে হামিদ আল হাসান ১২৮ ম্যাচ খেলে করেছেন ১৮০০ রান এবং ১৭.৮ গড়ে উইকেট পেয়েছেন ১০৭ টি। অন্যদিকে অপেক্ষাকৃত তরুন অগ্নিক পোদ্দার ৩৯ ম্যাচ খেলে রান করেছেন ৬৮৯ এবং ১৮.৬ গড়ে উইকেট পেয়েছেন ২১ টি। দলের প্রতিষ্ঠাতা অধিনায়ক ফরহাদ মাহবুব এখন থেকে মূল সমন্বয়ক হিসেবে কাজ করবেন, তাকে সহায়তা করবেন খেলোয়ার সংগ্রহ ও নির্বাচন করার নতুন প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত এস কে ডি রাহুল রাহুল এবং সদস্য শাহ আহসান।
উল্লেখ্য সিডনী ফাইটার্স ক্লাব ক্রিকেট খেলার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও জড়িত। এই ক্লাবের সদস্যদের উদ্যোগেই গত রমজানে বাংলাদেশের খুলনা শহরে বেশ কিছু অসহায় মানুষকে ১০ দিন ইফতার ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছিলো।
নতুন কমিটির সদস্যরা হলেন হামিদ আল হাসান (অধিনায়ক), অগ্নিক পোদ্দার (সহ-অধিনায়ক), শাহ আহসান (খেলোয়াড় সংগ্রহ ও নির্বাচন কমিটির সদস্য), এস কে ডি রাহুল (খেলোয়াড় সংগ্রহ ও নির্বাচন কমিটির প্রধান), ফরহাদ মাহবুব (প্রধান সমন্বয়ক)।