নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চাঁদ রাত মেলা। ঈদুল ফিতরের আগের দিন ২০ এপ্রিল বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয় এ জমজমাট উৎসব। বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন ব্রঙ্কসের বাংলাবাজার এলাকায় ইউনিয়ন পোর্ট রোডে চাঁদ রাত উৎসবের আয়োজন করে। এ আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল মনমুগ্ধকর ইসলামমিক সাংস্কৃতিক পরিবেশনা। গজল, নাশিদ সহ ছিল ইসলামি সংস্কৃতির নানা আয়োজন। এতে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। গভীর রাত পর্যন্ত চলে এ মনোজ্ঞ পরিবেশনা।
নতুন প্রজন্মের শিল্পীসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীদের অসাধারণ পরিবেশনা উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা। ভিন্ন আমেজের এ উৎসব চলে গভীর রাত পর্যন্ত। ইউনিয়ন পোর্ট রোডে খোলা আকাশের নীচে বসে উপভোগ করেন প্রবাসীরা। ঈদ আনন্দে মেতে ওঠেন তারা। পুরো স্টরলিং-বাংলাবাজার এলাকাজুড়ে মেহেদী উৎসবের পাশাপশি কাপড়, গয়নাগাটিসহ রকমারী স্টলও ছিল উল্লেখ করার মত। স্টল গুলোতে মহিলাদের ভীড় ছিলো চোখে পড়ার মত। বর্ণিল এ মেলায় মেহেদী হাত রাঙানোর পাশাপাশি জামা-কাপড়, জুয়েলারী সহ বিভিন্ন সামগ্রীর স্টলে চলে ঈদ-কেনাকাটার ধুম। খলিল ফুড কোর্টেও ছিলো ক্রেতাদের উপচে পরা ভীড়। মেলা উৎসবে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
সন্ধ্যার পরপরই সংগঠনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, সহ সভাপতি বিলাল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ সরাফিন মোর্শেদ অতিথিদের সাথে নিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তারা ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট সিনেটর ন্যাথালিয়া ফার্নান্দেজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. আতাউল ওসমানী, নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের সিনিয়র ডিটেকটিভ মাসুদ রহমান, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সামাদ মিয়া জাকের প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, সহ সভাপতি বিলাল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ সরাফিন মোর্শেদ।
নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের উৎসবমুখর চাঁদ রাত মেলা
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪১ পিএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্কে জমকালো আয়োজনে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী

নিউজার্সীতে বিএনপি নেতা ছুফি চৌধুরী সংবর্ধিত

নিউইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলি হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৮ এপ্রিল

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ১২ সদস্য বিশিষ্ট নতুন ট্রাস্টি বোর্ড গঠিত

গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি’র নতুন কমিটির বর্ণিল অভিষেক ও ঈদ পুণর্মিলনী

নিউইয়র্কে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের বৈঠক : পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

পাচারকৃত বাংলাদেশের সম্পদ ফেরাতে প্রবাসীদের সাহায্য চাই -নিউইয়র্কে গভর্নর ড. মনসুর

মিশিগানের হেমট্রামিক সিটি কাউন্সিলে প্রোইমারী নির্বাচনে প্রার্থী হতে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান