নিউইয়র্ক: নিউইয়র্কে বসবাসরত নড়াইল জেলাবাসীর সংগঠন নড়াইল জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন নিউইয়র্ক’র বার্ষিক ইফতার মাহফিল ৭ এপ্রিল শুক্রবার ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে। লাগোর্ডিয়া এয়ারপোর্ট সংলগ্ন ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় অনুষ্ঠিত ওই ইফতার মাহফিলে শতাধিক নড়াইল প্রবাসী তাদের পরিবারের সদস্যসহ অংশ নেন।
সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং উপদেষ্টা শরিফ কামরুল আলম হীরার সঞ্চালনায় এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল কাশেম আজম মামুন, উপদেষ্টা এসএম কামাল হোসেন, মামুন’স টিউটোরিয়ালের অধ্যক্ষ শেখ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা, কবি ও গবেষক সৈয়দ হাসমত আলী প্রমুখ।
পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর শুরু হয় পরিচিতি পর্ব। একে একে মঞ্চে এসে নিজেরা নিজেদের পরিচিতি তুলে ধরেন।
মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। ইফতারের পূর্ব মুহুর্তে দোয়া পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা শরীফ কামরুল ইসলাম হীরা। ইফতার শেষে মাগরিবের নামাজের পর ডিনার পরিবেশন করা হয়।
বক্তারা এ ধরনের আয়োজনের ভূয়শি প্রসংশা করে বলেন, এমন একটি সুন্দর মনোরম পরিবেশে ইফতার মাহফিল আয়োজনের জন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা এ কমিটির কাছে ইফতারের মতোই একটি ভালো পরিবেশে পিকনিক আয়োজনের অনুরোধ জানান।
সংগঠনটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম আজম মামুন ইফতার মাহফিলে অংশগ্রহণ করার জন্য অতিথি সহ নড়াইলবাসীকে ধন্যবাদ জানান। সংগঠনের উদ্যোগে ভবিষ্যতে আরো বড় ধরণের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তারা।
নড়াইল জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন নিউইয়র্ক’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪২ পিএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্কে জমকালো আয়োজনে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী

নিউজার্সীতে বিএনপি নেতা ছুফি চৌধুরী সংবর্ধিত

নিউইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলি হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৮ এপ্রিল

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ১২ সদস্য বিশিষ্ট নতুন ট্রাস্টি বোর্ড গঠিত

গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি’র নতুন কমিটির বর্ণিল অভিষেক ও ঈদ পুণর্মিলনী

নিউইয়র্কে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের বৈঠক : পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

পাচারকৃত বাংলাদেশের সম্পদ ফেরাতে প্রবাসীদের সাহায্য চাই -নিউইয়র্কে গভর্নর ড. মনসুর

মিশিগানের হেমট্রামিক সিটি কাউন্সিলে প্রোইমারী নির্বাচনে প্রার্থী হতে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান