ফ্রান্সে মনডিয়াল ট্রাভেলস এন্ড ট্যুরের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্যারিসের কমিউনিটি ব্যক্তিত্ব, শীর্ষ সাংবাদিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের অর্ধ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

ইফতার শেষে সাংবাদিক এবং শীর্ষ কমিউনিটি ব্যক্তিত্বদের সংগে একান্ত আলাপচারিতায় মিলিত হন মনডিয়াল ট্রাভেলস এন্ড ট্যুর এর কর্নধার হাসান ইব্রাহিম। তিনি জানান, আমাদের প্রতিষ্ঠান নবীন কিন্তু সেবার মানের দিক থেকে অবশ্যই সেরাটা দেয়ার চেষ্টা করি। আমরা এয়ার টিকেটিং এর পাশাপাশি ভিসা প্রসেসিং সার্ভিস এবং প্যাকেজ ট্যুর এর সার্ভিস শুরু করছি।

উপস্থিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, এমডি নূর, শামীম আহমেদ, সাংবাদিক ইমরান মাহমুদ, ফেরদৌস করীম আখঞ্জী, দেবেশ বড়ুয়া, মোসাদ্দেক হোসেন সাইফুল, এলান খান চৌধুরী, মঈনউদ্দীন খান, কামাল চৌধুরী, উবায়েদুল্লাহ কয়েস, ফারুক শোয়েব, মাসুদ মিয়া, শাহজাহান আহমেদ,আলী হোসেন, ফাহিম বদরুল হাসান, মাহমুদুল হাসান, আবদুল্লাহ আল মামুন,হাসনাত মুজাহিদ, ফ্রেন্স উইথ রাকীব এর রাকীব হোসেন, ট্যুর অপারেটর হামিদুর রহমান প্রমুখ।