খেলাধুলা,গান-বাজনা,খাওয়া-দাওয়া আর খোশগল্পে দিনভর মেতে ছিলেন বৃহত্তর লাকসামবাসী। পরিবারের ছোট বড় সবাই একসঙ্গে কাটালেন একটি আনন্দঘন দিন।
বনভোজনে প্রায় চার শতাধিক লোকের সমাগম ঘটে। সকাল থেকেই সবাই ব্যক্তিগত গাড়ি নিয়ে উপস্থিত হতে থাকেন অনুষ্ঠানস্থলে।
সকলকে স্বাগত জানান বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের সভাপতি মশিউর রহমান মজুমদার, সাধারণ সম্পাদক ইউসুফ মজুমদার, পিকনিক কমিটির উপদেষ্টা আবুল কালাম ভূইয়া, পিকনিক কমিটির আহ্বায়ক নূরে আলম।
বেলা ১২টায় সংগঠনের কর্মকর্তা ও কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বনভোজনের উদ্বোধন করেন ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নি মঈন চৌধুরী।
নানা ধরনের হালকা স্ন্যাকস নিয়ে আপ্যায়িত করা হয় আমন্ত্রিতদের।
এরপর প্রথমেই শিশুদের খেলাধুলা দিয়ে শুরু হয় বনভোজনের অনুষ্ঠান। মহিলাদের বালিশ খেলা ও স্বামী-স্ত্রী মিলে ডিম খেলা বেশ আনন্দ দেয় সবাইকে।
বেলা সাড়ে তিনটার দিকে পরিবেশন করা হয় হরেক রকমের সুস্বাদু খাবার। তালিকায় ছিলো পোলাও, মুরগির রোষ্ট, সাদা ভাত, গরুর মাংশ ভুনা, সবজী, চানা ডাল ও ফিরনি পরিবেশন করা হয়।
দুপুরের খাবার শেষ করে খানিক বিশ্রাম নিয়ে একইসঙ্গে দুটো ফুটবল টিম হলুদ আর সাদা জার্সি গায়ে জড়িয়ে নেমে পড়ে ফুটবল খেলায়।
ফুটবল খেলা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন ত্রিনিয়া হাসান, কামরুল হাসান প্রমূখ।
বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের সভাপতি মশিউর রহমান মজুমদার , প্রধান সমন্বয়কারী আব্দুল জলিল তিতুমির, সার্বিক তত্ত্বাবধায়ক প্রফেসর সাফায়েত উল্লাহ মজুমদার ও উপদেষ্টা আবুল কালাম ভূঁইয়া সর্বদাই সমস্ত বিষয়ে নজর রেখেছেন যেন আয়োজিত এই বনভোজন অনুষ্ঠান সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দঘন হয়।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক ও পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নি মঈন চৌধুরী, প্রো স্মার্ট আইটি কন্সালটেন্ট’র স্বত্বাধীকারি মনির রহমান, প্রবাস পত্রিকার সম্পাদক ও আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাঈদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সাহিত্যিক শিব্বীর আহমেদ, আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি দর্পণ কবীর, নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার’র ভাইস প্রেসিডেন্ট শামসুন নাহার নিম্মি, রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, শোটাইম মিউজিকের কর্নধার আলমগীর খান আলম, লায়ন্স ক্লাবের সভাপতি আহসান হাবিব, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট আব্দুর রশিদ বাবু, বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের উপদেষ্টা বাবু চিত্তরঞ্জন সিংহ, উপদেষ্টা মোহাম্মদ আক্তারুজ্জামান, উপদেষ্টা খোরশেদ আলম মেম্বার, উপদেষ্টা সাইফুল আলম শাহীন, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি পেয়ার আহমেদ, কুমিল্লা সমিতির সাবেক কার্যকরী সদস্য জাকির হোসেন মজুমদার, বেঙ্গল সোসাইটির সাবেক সভাপতি মোঃ হোসেন আহমেদ, পিকনিক কমিটির উপদেষ্টা ও লাকসাম ফাউন্ডেশনের সাবেক সভাপতি আবুল কালাম ভূইয়া, লাকসাম ফাউন্ডেশনের সাবেক সভাপতি আব্দুল জলিল তিতুমির, বনভোজনের সার্বিক তত্ত্বাবধায়ক প্রফেসর সাফায়েত উল্লাহ মজুমদার, বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের বর্তমান সভাপতি মশিউর রহমান মজুমদার, সিনিয়র সহ-সভাপতি রবিউল হাসান, সহ-সভাপতি কুহিনুর আক্তার জলি, বিশিষ্ট কলামিস্ট কুলসুম আক্তার সুমি, বিশিষ্ট কবি ও সাহিত্যিক পলি শাহিনা, সাধারণ সম্পাদক ইউসুফ মজুমদার, পিকনিক কমিটির আহ্বায়ক নূরে আলম, সদস্য সচিব সাফায়েত হোসেন, মহিলা সম্পাদিকা নাদিয়া চৌধুরী, নিউকার্ক ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সহ-সভাপতি মনির হোসে, বন্ধু মহলের সাবেক সভাপতি ইমাদুল শামীম, টেক্সি এলাইন্সের অন্যতম সদস্য টিপু সুলতান, প্রমুখ।
বনভোজনের সার্বিক সহযোগিতায় ছিলেন পরিমল বড়য়া, মঞ্জুর রহমান মানিক, ফয়সাল নাহিয়ান, দুলাল চন্দ্র সিংহ, ফয়সাল মোবারক শাওন, আব্দুর রহমান দাউদ, মোশারফ হোসেন, মো: হানিফ ও মো: ফয়েজ।
সন্ধ্যা ঘনিয়ে আসার পূর্বেই সংগঠনের সভাপতি মো: মশিউর রহমান মজুমদার আহ্বায়ক কমিটি এবং পিকনিক কমিটির পক্ষ হয়ে এবং কার্যকরী কমিটির সকলের হয়ে উপস্থিত সকলকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।