যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক এবং জেবিবিএর সভাপতি মাহাবুবুর রহমান টুকু স্টেট ইউনিভার্সিটি অব শেফিল্ড থেকে ‘বিজনেস এডমিনিস্ট্রেশন ইন এন্টারপ্রিনিউর’ বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। গত ১৫ ফেব্রুয়ারি ভার্সিটি কর্তৃপক্ষ ডক্টরেট ডিগ্রির সার্টিফিকেট প্রদান করেছেন।
এমএ এলএলবি করার পর টুকু নেপাল ও মালয়েশিয়ায় কম্পিউটার প্রোগ্রামার (বিজনেস এ্যান্ড ডেভেলপমেন্ট) কোর্স করেন। তিনি ৪ সেমিস্টারে ২১টি কোর্স সম্পন্ন করেছেন। ডক্টরেট ডিগ্রির সার্টিফিকেট পেয়ে উৎফুল্ল টুকু, তার স্ত্রী জেরিন তাসনিম রহমান-সহ পরিবারের সকলেই।