নিউইয়র্ক: নিউইয়র্কের স্বনামধন্য প্রতিষ্ঠান মামুনস টিউটোরিয়াল এর পক্ষ থেকে সামাজিক কার্যক্রম এর অংশ হিসেবে গত ২১শে জানুয়ারি ফ্রী মেডিকেল ক্যাম্প এবং শীত বস্ত্র বিতরণ করা হয়। রংপুর বিভাগের নীলফামারী জেলার কচুকাটা ও নাগেশ্বরী গ্রামে এবং কুড়িগ্রামের কচাকাটার নারায়ণপুর গ্রামে ফ্রী মেডিকেল ক্যাম্প এবং শীত বস্ত্র বিতরণ করা হয়। ওটা সম্পূর্ণ চর এলাকা। পাশের ভূমি ভারতের সাথে লাগানো বাংলাদেশের সাথে স্থলপথে সরাসরি কোনো যোগাযোগ নেই। ব্রহ্মপুত্র নদের জায়গায় জায়গায় চর পড়ায় অনেক ঘুরে যেতে হয়। এলাকা এতোটা প্রত্যন্ত যে আমাদের আগে কখনো কোনো শীত-বর্ষায় সাহায্য নিয়ে কেউ যায় নি ওই এলাকায়। আছে ১টা ছোট্ট স্কুল, আর কয়েকটা মাদরাসা। প্রায় প্রতিটা পরিবার দরিদ্র এবং বাচ্চাগুলোর অবস্থা অভুক্ত-অর্ধভুক্ত-ক্লান্ত..। ওই এলাকায় কোনো পাকা রাস্তা নেই। চারদিকে বালি আর বালি। ট্রান্সপোর্ট সিস্টেম শুধু বাইক আর ঘোড়া।
রংপুর মেডিক্যাল থেকে আগত ডাক্তার জাকারিয়া ও ডাক্তার যামান রোগী দেখতে শুরু করেন। বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত তারা রোগী দেখেন। আর প্রেসক্রিপশন অনুসারে ওষুধ বের করে দিচ্ছিলেন তারই এক সহকর্মী রাজন। ওদিকে রাসেল এবং সাদাফ এর সাহায্যে এমাদ কম্বল বিতরণের দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সময় খুব কম থাকায় চিকিৎসার ব্যাপারে বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধাদেরকে প্রায়োরিটি দেয়া হয়েছে। দুজন ডাক্তার একশ’ র বেশি রোগী দেখেছেন। অন্যদিকে, ওই এলাকায় দুস্থ-দরিদ্র মানুষের কোনো অভাব নেই। শুধুমাত্র গরীব শিক্ষার্থীদের হাতে ৩০০ কম্বল পৌছে দেয়া হয়। গত বন্যায় সিলেট-সুনামগঞ্জ এলাকায় সাড়ে ৩শ পরিবারকে সাহায্য দেয়া হয়। এবার কুড়িগ্রামের নাগেশ্বরী-কচাকাটা মিলে সংখ্যাটা ৬শ।
অপরদিকে কুড়িগ্রামের কচাকাটার নারায়ণপুর গ্রামে ১ম টিম প্রায় ৫০০টি কম্বল বিতরণ করেছে এবং ৩ জন ডাক্তারের দ্বারা মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়েছে।