স্বীকৃতি বড়ুয়া, নিউইয়র্কঃ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক, মানবাধিকার নেত্রী রুবী হক-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টার।’ গত ২৫ মে লন্ডনের সেন্ট ফ্রান্সিস হসপিসে দুরারোগ্য রোগে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন রুবী হক। 

সংগঠনের পক্ষে এক শোক বিবৃতিতে বলা হয়, প্রগতিশীল নেত্রী রুবী হকের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আন্দোলনে অগ্রগামী ভূমিকা পালন করে আসছিলেন।  তার অকাল মৃত্যু প্রগতিশীল ও ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ার আন্দোলনের জন্য বিশাল ক্ষতি। আমরা তার আত্মার পরম শান্তি কামনা করছি এবং তার দুই মেয়ে ও স্বামী বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট মুজিবুল হক মনিসহ পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। 

শোক বিজ্ঞপ্তিতে স্বাক্ষরদাতা-

সভাপতি ফাহিম রেজা নূর, সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, বীর মুক্তি যোদ্ধা ডঃ নুরুন নবী, সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল বেগ, চলচ্চিত্রকার কবির আনোয়ার, কমিউনিটি লিডার মোরশেদ আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সউদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, সাংবাদিক কৌশিক আহমেদ, সাংবাদিক মাহফুজুর রহমান, কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, অর্থনীতিবিদ ডঃ শফিক ইসলাম, ডাঃ টমাস দুলু রায়, সাংবাদিক শীতাংশু গুহ, সাংবাদিক নিনি ওয়াহেদ, কবি হাসান আল আব্দুল্লাহ, সাংবাদিক ফজলুর রহমান, লেখিকা নাজনিন সিমন, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, রওশন আরা নিপা, শুভ রায়, আহনাফ আলম, গোপাল স্যানাল, আবুল কালাম সোয়েব,  রুপা খানম,  ইসমাইল হোসেন স্বপন, সেমন্তী ওয়াহেদ, ওবায়দুল্লাহ মামুন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক খসরু, ডানা ইসলাম, তোফাজ্জল লিটন, সাইদুর রহমান লিংকন, সাইমুম সোহেল, তাহেরা তারা, প্রমুখ।