নিউইয়র্ক: নিউইয়র্কে ইউএস পোস্টাল সার্ভিসে কর্মরত বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশি আমেরিকান পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির প্রথম সভা গত ২২ জানুয়ারি রোববার জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক বনভোজনসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সংগঠনের সভাপতি ফারুক হোসেন মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ এন আলম মিনার সঞ্চালনায় সভায় কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডাসহ নানান বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় আলোচনায় অংশ নেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সানি গোপ, সহ-সভাপতি মতিলাল দাস, সাংগঠনিক সম্পাদক লোকমান ইসলাম, অর্থ সম্পাদক আমানুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোজাম্মেল হক, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন, ওয়েলফেয়ার ও সোসাল সম্পাদক সাউদ আকাশ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন রাজু, সহকারী ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল ফাহাদ, কার্যকরি কমিটির সদস্য দীপক দেবনাথ ও মো. নুরুল আমিন।
সভায় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ২০২৩ এর পিকনিক স্পট প্রথম পছন্দ হিসাবে লং আইল্যান্ড-এর যে কোনো পার্ক বুকিং দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সংগঠনের গঠনতন্ত্র তৈরীর জন্য সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সানি গোপকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন-আমানুল ইসলাম, মো. মোজাম্মেল হক, লোকমান ইসলাম ও সাজ্জাদ হোসেন।
গত পয়লা জানুয়ারি কার্যকরি কমিটির অভিষেক সুন্দর ও সার্থক হওয়ায় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়
সভায় বিবিধ আলোচনায় সংগঠনকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এ ব্যাপারে উপস্থিত সকলে নানা রকম মতামত ও পরামর্শ ব্যক্ত করেন।