নিউইয়র্ক: শো টাইম মিউজিকের আয়োজনে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে আগামী জুন মাসে। এবারের অনুষ্ঠান করার জন্য হল নির্ধারণ করা হচ্ছে ম্যানহাটন সেন্টার। এর আগে ২০১২ সালে সেখানে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। প্রায় এক যুগ পর আবারও সেখানে অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। এবারের আয়োজন বড় পরিসরে হবে। এ কারণে বাংলাদেশ থেকে স্বনামধন্য অনেক শিল্পীকে একই মঞ্চে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। শিল্পীদের মধ্যে রয়েছেন অভিনেতা শাকিব খান, অভিনেত্রী পূজা চেরি, অভিনেত্রী অপু বিশ্বাস, অভিনেত্রী পরীমনি ও অভিনেতা রাজ। তাদের এক মঞ্চে হাজির করার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজক। বাকিটা নির্ভর করছে শিল্পীদের শিডিউল এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় আলোচনার পর।
আলমগীর খান আলম বলেন, অভিনয়শিল্পী বুুবলিকে এর আগে একবার ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আনায় এবার তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। আবার শাকিব খানের সঙ্গে তিনি আসবেন কি না, সেই সংশয়ও রয়েছে। শাকিব খান এর আগে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছেন। গত বছর তার আমারই একটি অনুষ্ঠান আসার কথা ছিল। ওই সময়ে বিভিন্ন কারণেই তাকে আনা হয়নি। তিনিও আসতে চাননি। আগামী অনুষ্ঠানের জন্য তাকে আমন্ত্রণ জানানো হবে। পাশাপাশি পূজা চেরিকে আমন্ত্রণ জানানো হবে। এ ছাড়া অপু বিশ্বাসকেও আমন্ত্রণ জানানো হবে। পূজা চেরি আসবেন কি না তা এখনো জানি না। তবে শাকিব খান ও অপু বিশ্বাসের আসার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বর্তমান সময়ের অনেক আলোচিত পরীমনি ও রাজকে আনার চেষ্টা হচ্ছে। আশা করা হচ্ছে, তারাও আসতে পারেন। এ ছাড়া আরিফিন নিশো, সাবিলা নূরসহ বেশে কয়েকজনকে আনা হতে পারে। বেশ কয়েকজন সংগীতশিল্পী ও নৃত্যশিল্পীও তালিকায় রয়েছেন। জনপ্রিয় সব শিল্পীকে একই মঞ্চে হাজির করতে পারলে অনুষ্ঠানটি জাঁকজমক হবে।
আলমগীর খান আলম আরো বলেন, আমি চেষ্টা করছি করোনার পর এবার আরো বড় পরিসরে অনুষ্ঠানটি করার। এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিচ্ছি। সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে। শাকিব খান যদিও এখন এখানেই আছেন। তার সঙ্গে কথা বলেই চূড়ান্ত করতে হবে। অনেক দর্শকই জানতে চেয়েছেন, কারা কারা আসছেন, তারা এ ব্যাপারে ভীষণ আগ্রহী। আমরা দর্শকদের আগ্রহকেও প্রাধান্য দিচ্ছি। দর্শকদের কেউ কেউ নিজেদের পছন্দের শিল্পীর সরাসরি পারফরম্যান্স দেখতে চান।
আগামী ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ভারত থেকে কোনো শিল্পী আসছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। আরো অপেক্ষা করতে হবে। সব মিলিয়ে বলা যায়, ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৩ অনুষ্ঠান দর্শকদের কাছে অনেক উপভোগ্য হবে।
শাকিব-পূজা-অপু-পরী-রাজ-নিশোকে আনার উদ্যোগ
জুনে ম্যানহাটন সেন্টারে ঢালিউড অ্যাওয়ার্ড
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ০২:০৬ পিএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্কে জমকালো আয়োজনে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী

নিউজার্সীতে বিএনপি নেতা ছুফি চৌধুরী সংবর্ধিত

নিউইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলি হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৮ এপ্রিল

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ১২ সদস্য বিশিষ্ট নতুন ট্রাস্টি বোর্ড গঠিত

গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি’র নতুন কমিটির বর্ণিল অভিষেক ও ঈদ পুণর্মিলনী

নিউইয়র্কে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের বৈঠক : পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

পাচারকৃত বাংলাদেশের সম্পদ ফেরাতে প্রবাসীদের সাহায্য চাই -নিউইয়র্কে গভর্নর ড. মনসুর

মিশিগানের হেমট্রামিক সিটি কাউন্সিলে প্রোইমারী নির্বাচনে প্রার্থী হতে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান