গত ২২ শে জানুয়ারী রোজ রবিবার সন্ধ্যা ৫ ঘটিকার সময় জ্যাকসন হাইটস্থ ঢাকা গার্ডেন রেষ্টুরেন্ট মিলনায়তনে জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব জি.এম কাদের সাহেব রাজনৈতিক ষড়যন্ত্র ও মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবীতে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংগঠনিক সভাপতি হাজী আবদুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব) মোঃ নাছির খান, জাপার সিনিয়র সহ সভাপতি জসিম চৌধুরী, জাপার সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাং আবদুল করিম, জাপার সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, জাপার যুব বিষয়ক সম্পাদক শফি আলম, যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস, সদস্য দেলওয়ার মজুমদার, সদস্য রাসেল সরকার।
সভায় মাননীয় চেয়ারম্যান সাহেবকে পার্টির কার্য পরিচালনায় মহামান্য আদালত থেকে বাধা দেন, তাই আমরা মনে করি পার্টির সকল সাংগঠনিক কার্যকলাপ আজ বাধার মুখে, জাতীয় পার্টি বাংলার মেহনতি মানুষের পার্টি, বাংলার মানুষ আজ বর্তমান সরকারের দমননীতি, জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে দ্রব্যমূল্য বিধিতে আজ মানুষ অসহায়, জাতীয় পার্টি সকল গ্রাম শহর এবং প্রবাসী সকল কমিটির কার্য পরিচালনায় কোন কেন্দ্রীয় কর্মসূচী পাওয়া যাইতেছে না, আমরা পার্টির প্রধান পৃষ্টপোষক মাতা বেগম রওশন এরশাদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ পার্টির সকল শীর্ষ নেতৃবৃন্দ নিয়ে আজকে এই রাজনৈতিক সমস্যার সমাধাণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য পার্টিকে প্রস্তুত করার জন্য অন্যথায় জাতীয় পার্টির রাজনৈতিক কার্য্যকলাপের গতি কমে যাবে। জাতীয় পার্টি আগামী দিনে সরকার গঠণ চায় বাংলার মেহনতি মানুষ, জাতীয় পার্টি পারে জনগণের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার। বর্তমান সরকারের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।
জাতীয় পার্টি বাংলার মানুষের নিজ ভোট তাহার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার নিশ্চয়তা দিবে। পরে শেষে জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর জাকিরের প্রিয়মাতার অকাল মৃত্যুতে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। আমরা জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখাকে দালাল মুক্ত চাই, অবৈধ ব্যবসায়ী দিয়ে জাতীয় পার্টি চলবে না।