নিউইয়র্ক: ইন্টারন্যাশনাল বাংলা টিভি ‘আইবি টিভি ইউএসএ’র করায় দ্বিতীয় বর্ষে পদার্পনে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে কাটা হয়। সেই সাথে আগত অতিথিরা আইবি টিভির শুভ কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
গত বৃহস্পতীবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ৩৭-০৭ ৭৪ ষ্ট্রীটে নিজস্ব কার্যালয়ে কেক কেটে দিনটির শুভ উদ্বোধন করেন আইবিটিভি ইউএসএর কর্নধার ও আজকাল পত্রিকার সম্পাদক জাকারিয়া মাসুদ।
প্রতিষ্ঠানটির পক্ষ থেতে স্বাগত বক্তব্য দেন নিউইয়র্কভিত্তিক অনলাইন টেলিভিশন আইবি টিভির চেয়ারপার্সন মিলা হোসেন। আইবি টিভির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া মাসুদ দ্বিতীয় বর্ষের পদার্পন অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,্#৩৯;এই টেলিভিশন চ্যানেলের মধ্য দিয়ে গোটা বিশ্বকে একই সূতোয়া আমরা গেঁথে চলছি। দেশ বিদেশের রাজনীতি,শিল্প-সাহিত্য- সংস্কৃতি,ঘটনা- দুর্ঘটনাসহ নানা বিষয় তুলে ধরার পাশাপাশি, বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গোটা বিশ্বে তুলে ধরছে আইবি টিভি।
মিলা হোসেন বলেন,‘যা কিছু চাই, সব একই পর্দায়’ এই স্লোগান নিয়ে এক বছর আগে বিজয়ের ৫০ বছর পূর্তিতে ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করি। মহান বিজয় দিবসের দিন দেশ, মাটি ও মা’র কথা
স্মরণ রেখে এবং গণমানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে যাত্রা ‘আইবি টিভি ইউএসএ’।
আইবিটিভির শুভ কামনা করে আগত অতিথিরা বলেন,দর্শক-শ্রোতাদের আর্থ-সামাজিক ক্ষেত্রে সচেতন করা, মেধা ও মননকে সমৃদ্ধ করার কাজ আইবিটিভি গত এক বছর থেকে করে আসছে।
বক্তারা আরও বলেন,মানুষের প্রাত্যহিক জীবনের সঙ্গেসম্পর্কযুক্ত বিষয়গুলো অত্যন্ত দক্ষতার সাথে তুলে ধরছে। আইবি টিভির বানিজ্যিক প্রধান আবুবকর সিদ্দিকী আইবিটিভির সাথে সম্পর্কিত সকল শুভাকাঙ্খি,বিজ্ঞাপনদাতা,দর্শক-শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে বলেন,ইন্টারন্যাশনাল বাংলা টেলিভিশন গোটা
বিশ্বে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামীতে মানুষের আশা- আকাঙ্খা পূরণ করতে বদ্ধপরিকর এই টিভি। আইবিটিভির শুভ কামনা করে বক্তব্য রাখেন,শো-টাইমমিউজিকের আলমগীর খান আলম,সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার প্রতিনিধি মিথুন
আহমদ,জেবিবিএর সভাপতি ও বিশিষ্ট্য রাজনীতিক গিয়াস আহমদ ও সাধারণ সম্পাদক হাসান তারেক,সিপিএ সারওয়ার চৌধুরী, রিমেক্স রিয়েলিটির সাঈদ এ. আলম,লায়ন্স আহসান হাবিব,সাংস্কৃতিক
কর্মী পার্থদাশ গুপ্ত,সিপিএ দেবব্রত চক্রবর্তী,সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম সাহেদ,ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী, কর্ণফুলির সত্বাধিকারী মোঃ সেলিম হারুন প্রমূখ। আইবিটিভির বিভিন্ন বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আবীর আলমগীর,হাসান মাহমুদ,ফাহমিদা লিনা,জাহিদা আলম ও গোলাম মতুজা, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট্য ব্যক্তিরা।