ইতালিতে যথাযোগ্য মর্যাদায় বড়দিন উদযাপিত হয়েছে। খ্রিস্ট ধর্মের অনুসারী প্রবাসী বাংলাদেশিরাও নানা আয়োজনে দিনটি উদযাপন করেছে। এসব অনুষ্ঠানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান উপস্থিত থেকে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন।
করোনা বিধিনিষেধ মুক্ত পরিবেশে সর্বত্র আলোকসজ্জা করা হয়েছে। ইতালি জুড়ে বড়দিন উপলক্ষে বিভিন্ন অস্থায়ী বাজার বসেছে। এসব বাজারে বাংলাদেশিরাও এবার ব্যবসা করেছে ভালো।
২৪ ডিসেম্বর মধ্যরাত থেকে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। যীশু খ্রীষ্টের জন্মদিন ছিল ২৫ ডিসেম্বর। দিনটি উপলক্ষে সরকারি ছুটি ছাড়াও শপিংমলসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।
নাগরিকরা নানা উপহার সামগ্রী নিয়ে একে অপরের বাসায় যাবার রীতিও পালন করেছেন। করোনা মুক্ত পরিবেশে এবারের বড়দিন হয়েছে অনেকটাই আনন্দের। ইতালিতে খ্রিস্ট ধর্মের অনুসারী প্রবাসী বাংলাদেশীরা এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে। এখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান উপস্থিত থেকে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। বলেন, এই আনন্দ ছড়িয়ে পড়ুক ইতালি থেকে বাংলাদেশেও।