আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী-নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে ‘ব্যাম্বু ডেজার্ট এন্ড ড্রিংক্স’ নামে বাংলাদেশী মালিকানায় আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে।
গত ১৭ মে, মংগলবার বিকেলে সিটির ১২৩, নর্থ মিশিগান এভিনিউতে সিটির বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান ও নূর কবিরের মালিকানাধীন এ স্টোরটির উদ্বোধন হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। আটলান্টিক সিটির মাননীয় মেয়র মার্টি স্মল সিনিয়র কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফিতা কেটে স্টোরটির শুভ উদ্বোধন করেন ।
তিনি ব্যবসা প্রতিষ্ঠানটির বহুল প্রসার কামনা করেন এবং তাঁর ব্যবসা বান্ধব প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিষ্ঠানটির শুভ যাত্রাকালে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির চতুর্থ ওয়ার্ড এর কাউন্সিলম্যান মো: হোসাইন মোর্শেদ , পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলম্যান এম আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, আটলান্টিক সিটি মিউনিসিপ্যাল ইউটিলিটিস অথরিটির পর্ষদ ভাইস চেয়ারম্যান মো:দিদার,সদস্য সৈয়দ মো: কাউসার সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
বাংলাদেশের নরসিংদীর অধিবাসী বাংলাদেশি আমেরিকান মো:মিজানুর রহমান ও নূর কবির জানান,তাদের স্টোরে স্মুথি,ভিয়েতনামী ডেজার্ট,ফলের তৈরী চা,দুধ চা সহ বিভিন্ন ফ্লেভারের কফি পাওয়া যাবে।
উদ্যোক্তরা জানান,প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত স্টোরটি খোলা থাকবে ।
আটলান্টিক সিটিতে ‘ব্যাম্বু ডেজার্ট এন্ড ড্রিংক্স’ নামে বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরুর
সংবাদে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।