আগামী ২১মে শনিবার নিউইর্য়কের কুইন্সের তাজমহল রেষ্টুরেন্ট ও পার্টি হলে স্যোশাল মিডিয়া- ফেসবুকের “কুইন বীস্” নামক গ্রুপের সদস্যদের উদ্যোগে অনুষ্ঠিত হবে ঈদ রিউনিয়ন পার্টি। গ্রুপের সদস্যদের একত্রিত করে সুন্দর সময় কাটানোই হলো এই আয়োজনের উদ্দেশ্য। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রোকসানা মির্জা, ফ্যাশন শোতে অংশগ্রহণ করবে মাজেদ ডিজেয়ার, নৃত্য পরিবেশন করবে দিনা ও নিমা এবং গেইম শো তে অংশগ্রহণ করবে গ্রুপ সদস্যরা।
“কুইন্ বীস্” এর এডমিন - আনিকা তাসনিম, রুমা আহমেদ, তানসুরা হাসি ও নীহা বেবু জানান - নিউ ইর্য়ক ছাড়াও আশে পাশের অন্যান্য ষ্ট্রেট থেকেও গ্রুপের সদস্যরা উপস্থিতি থাকবেন।
ঈদ রিউনিয়ন পার্টির গ্রান্ড স্পন্সর হলো ধামাকা ইভন্টস্ এনওয়াইসি ও রিমি স্টাইল উইথ মি ইউএসএ। আরো স্পন্সর হিসেবে আছে রুপন্তী-প্রীত এ্যাম্পায়ার ইউএসএ, আরিফা মাই সপ ইউএসএ, দীপক ভার্মা আম্বা জুয়েলার্স, গিয়াস আহমেদ ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ার, লিপি’স ফ্যাশন ইউএসএ, জী তানিয়া-জানাস কসমেটিকস্, জলি আরজে দেশী কালেকশনস্, এলাগ ফ্যাশন ও এক্সপার্ট গ্রুপ ইনক।