আকিব মাহমুদ: E-Verified কোম্পানী হিসেবে স্বিকৃতি পেয়েছে যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্র নিউইয়র্কের হিলাইসাইডে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন মেইনস্ট্রিম আইটি সেবা ও প্রশিক্ষন প্রদানকারী প্রতিষ্ঠান ট্রান্সফোটেক অ্যাকাডেমি। সেপ্টম্বরের প্রথম সপ্তাহে এক অফিসিয়াল ইমেইলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ই-ভেরিভাই এই তথ্য নিশ্চিত করেছে। জানা যায় E-Verfiy যুক্তরাষ্ট্র সরকারের এমপ্লয়ার ভেরিফিকেশনকারী প্রতিষ্ঠান। ই-ভেরিফাই এর মাধ্যমে নিশ্চিত করা হয়, নিয়োগকৃত কর্মীরা যুক্তরাষ্ট্রে কাজ করার জন্য অনুমোদিত বা তাদের বৈধতা রয়েছে। আইন অনুযায়ী প্রত্যেক নতুন নিয়োগকৃত কর্মচারীর জন্য ফর্ম I-9 পূরণ করতে হয় এবং E-Verify-এর মাধ্যমে নিয়োগ যাচাইকরণ পরবর্তী স্তরে নিয়ে গিয়ে ফর্ম I-9 পরিপূরক হয়। ফলে ই-ভেরিফাই এর মাধ্যমে নিয়োগকর্তা ও নিয়োগকৃত মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার সম্পর্ক নিশ্চিত হয়।
এদিকে শুভাকাঙ্ক্ষীদের সাথে এই খবর শেয়ার করে ট্রান্সফোটেক অ্যাকাডেমির সিইও তরুন প্রযুক্তিবিদ শেখ গালিব রহমান লিখেছেন আমরা শেয়ার করতে পেরে আনন্দিত যে ট্রান্সফোটেক অ্যাকাডেমি ই-ভেরিফাইড। অফিসিয়াল ই-ভেরিফাইড এমপ্লয়ার হিসাবে আমরা এখন মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত সদ্য নিয়োগকৃত কর্মীদের পরিচয় এবং এমপ্লয়মেন্ট এলিজিবিলিটি ইলেকট্রনিকভাবে নিশ্চিত করতে পারি। এব্যাপারে ট্রান্সফোটেক অ্যাকাডেমির ডিরেক্টর, অপারেশনস আশরাফ সিদ্দিকি বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। বাংলাদেশি মালিকানাধীন একটা কোম্পানী এখন ই-ভেরিফাইড, যা আমাদের নির্ভরযোগ্যতা ও বিশ্বস্ততার পরিচয় নিশ্চিত করছে।
উল্লেখ্য ট্রান্সফোটেক অ্যাকাডেমি ২০১৪ সালে যাত্রা শুরু করে। ৮ বছরে ট্রান্সফোটেক অ্যাকাডেমি থেকে প্রশিক্ষন নিয়ে ৫০০ এর বেশি শিক্ষার্থী মাইক্রোসফট, গুগল, আইবিএম, আক্সেঞ্চার, চেজ ব্যাংক , ব্যাংক অব অ্যামেরিকার মত ফরচুন কোম্পানীতে তাদের ক্যারিয়ার গড়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসেও নতুন ব্রাঞ্চ চালু করেছে প্রতিষ্ঠানটি।