অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার পশ্চিমে কপিনস ক্রসিং রোডে রবিবার দুই গাড়ির সংঘর্ষে নিহত তিনজন বাংলাদেশি পর্যটক বলে শনাক্ত করা হয়েছে।

স্থানীয় সময় রবিবার দুপুর ২টা ৪৫ মিনিটে ক্যানবেরার পশ্চিমে হ্যাজেল হক অ্যাভিনিউয়ের ঠিক দক্ষিণে একটি লাল টয়োটা হ্যাচব্যাক এবং সাদা টয়োটা ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে ৬১ বছর বয়সী পুরুষ, ৫৪ বছর বয়সী নারী এবং ২১ বছর বয়সী পুরুষকে মৃত ঘোষণা করা হয়। তারা তিনজনই বাংলাদেশি। এ ঘটনায় উভয় চালক হাসপাতালে চিকিৎসাধীন। খবর অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসির। 

 

এদিকে বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় নিহত তিনজনই একই পরিবারের। তাদের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়।

নিহতরা হলেন সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের শহীদুল ইসলাম (৬১), তার স্ত্রী রাজিয়া সুলতানা (৫৪) ও তাদের ছেলে রনি (২১)।

দুর্ঘটনায় শহীদুল ইসলামের আরেক ছেলে আনোয়ার জাহিদ গুরুতর আহত হন। তিনি ক্যানবেরা হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন। সম্প্রতি হজ পালন শেষে ভ্রমণ ভিসায় অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন তারা।