ইতালির বন্ধন নগরীতে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। এসময় তিনি অবৈধপথে রেমিট্যান্স প্রেরণের সমস্যা এবং বৈধপথে রেমিট্যান্স পাঠানোর উপকারিতা তুলে ধরেছেন।
ড. আহমেদ মুনিরুছ সালেহীন পালমা কাম্পানিয়ার কিছু গার্মেন্টস কারখানা পরিদর্শন করেন এবং সেখানকার শ্রমিকদের সাথে দেশে অর্থ প্রেরণ সংক্রান্ত সমস্যা-সুবিধা নিয়ে আলোচনা করেন।
এ সময় কারখানার শ্রমিকরা প্রবাস জীবনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরে গার্মেন্টস শিল্পসহ বিভিন্ন ব্যবসার সাথে সম্পৃক্ত প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভা করেন সচিব। প্রবাসীরা নানা ধরনের সুবিধা-অসুবিধার কথা বলেন।
সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বৈধ পথে যেন বেশি রেমিট্যান্স দেশে পাঠাতে পারে, সেজন্য প্রবাসীদের উদ্বুদ্ধ করেন।
প্রবাসীরা যেন অগ্রাধিকার ভিত্তিতে পেনশন পায়, সে ব্যাপারে সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
ড. আহমেদ মুনিরুছ সালেহীন আরো বলেন, প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকারের প্রচেষ্টা আরো সুদৃঢ় ও দৃশ্যমান হবে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ হুমায়ুন কবীর, সাউথইস্ট ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের সহসভাপতি এমডি জাহাঙ্গীর কবির, ইতালীস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিক।
সাংবাদিক শাওন আহমেদের পরিচালনায় কমিউনিটি ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন নাদিম বেপারী, কুদ্দুস হাওলাদার, ফারুক মাতব্বর, জাহাঙ্গির শেখ, জয়নাল আবেদীন, ফেরদৌস উকিল, ইসকেনদার আলী ও মোশারফ খলিফাসহ আরো অনেকে।