নিউইয়র্ক: দ্য গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনকের নির্বাচন আগামী ৩০ অক্টোবর। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি গ্রহণ করেছে। ২২ সেপ্টেম্বর থেকে নির্বাচনের বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে। ২২ ও ২৩
সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র বিতরণের দিন, মনোনয়নপত্র দাখিল করার সময় ছিল ২৭ ও ২৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই করা হয় ২৯ সেপ্টেম্বর, ১ অক্টোবর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ২ অক্টোবর। এসব দিনে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত ব্রুকলিনে সমিতির কার্যালয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ২ অক্টোবরের চূড়ান্ত তালিকা অনুযায়ী এখন নির্বাচনে অংশ নিচ্ছেন তিন পদে ছয়জন। তিনটি পদ হলো ট্রেজারার, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার ও সাংগঠনিক সম্পাদক। প্রতিটি পদে দুজন করে প্রার্থী রয়েছেন। বাকি পদগুলোতে শেষ পর্যন্ত কোনো প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
নিউইয়র্কে বাংলাদেশিদের অন্যতম সামাজিক সংগঠন ‘বৃহত্তর নোয়াখালী সোসাইটি’র নির্বাচনে গত ২৮ সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে ১৭ পদে ২১ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনে ‘মানিক-জসিম প্যানেল’ ১৭ জনের পূর্ণাঙ্গ প্যানেল এবং সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষসহ চারজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

নিউইয়র্ক : গ্রেটার নোয়াখালী সোসাইটির সাধারণ সভায় নির্বাচন কমিশনারবৃন্দ। 

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহেল (হেলাল) জানান, ‘মানিক-জসিম প্যানেল’ থেকে ১৭ পদে ১৭ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। সভাপতি পদে নাজমুল হাসান মানিক এবং সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেন ইউসুফ জসিম। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
অন্যদিকে, ‘মানিক-জসিম প্যানেল’ এর তিনজন প্রার্থী তিন পদে (সাংগঠনিক সম্পাদক পদে মো. নুরুল ইসলাম বাবু, ট্রেজারার পদে বর্তমান ট্রেজারার মহিউদ্দিন ও সহ-ট্রেজারার পদে বর্তমান সহ-ট্রেজারার জামাল উদ্দিন ) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংগঠনিক সম্পাদক পদে শাখায়াত হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ পদে মো. হাসানুজ্জামান, সহ-কোষাধ্যক্ষ পদে আমির হোসেন নির্বাচন করছেন। সদস্য পদে সোহেল আলম ভূঁইয়া মনোনয়নপত্র দাখিল করেন। তিনি কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। কমিউনিটি লিডার মো. জাফর আহমেদ স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে তাদের মনোনয়নপত্র জমা দেন। কার্যনির্বাহী সদস্য পদে মানিক-জসিম প্যানেলের রুবেল আলী মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন ওই পদেও নির্বাচন হবে না, এই পদে মোট পাঁচজন নির্বাচনে জয়ী হতে যাচ্ছেন। আগামী ৩০ অক্টোবর পিএস ১৭৯ তে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
শেষ পর্যন্ত সকল পদে প্রার্থী না থাকায় ১৪টি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহেল (হেলাল) বলেন, ১৭টি পদের মধ্যে ১৪টি পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। কিন্তু আমরা বিজয়ীদের নাম ঘোষণা করিনি। নির্বাচনের দিনে সব ফলাফল একসাথে ঘোষণা করব।
এদিকে বিজয়ের পথে রয়েছেন প্রেসিডেন্ট নাজমুল হাসান মানিক, ভাইস প্রেসিডেন্ট আবুল বাসার, ভাইস প্রেসিডেন্ট মোহম্মদ টি মিয়া, জেনারেল সেক্রেটারি মোহম্মদ ইউসূফ (জসিম), অ্যাডভার্টাইজিং সেক্রেটারি আইনুল ইসলাম (সোহেল), রিলিজিয়ন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম, স্পোর্টস এডুকেশন অ্যান্ড কালচারাল সেক্রেটারি জাহাঙ্গীর আলম, অফিস সেক্রেটারি গোলাম কিবরিয়া মিরন, কার্যনির্বাহী সদস্য জাহিদ মিন্টু, মাহমুদুল হক, মো. আব্দুল মালেক খান, মোহাম্মদ মনির হোসেন ও সোহেল আলম ভূঁইয়া।