আমেরিকান মুসলিম সেন্টারের উদ্যোগে ১৫তম সীরাত কনভেনশন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গত ২ অক্টোবর জ্যামাইকার ৮৬-৪৫ এডগার্টন বুলেভার্ডে এই আয়োজন সম্পন্ন হয়। কনভেনশনের থিম ছিল ‘মুহাম্মদ (সা.) বিশ্বশান্তি ও সামাজিক ন্যায়বিচারের প্রতীক’।

দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানটির ইংরেজি সেশন অনুষ্ঠিত হয়েছে বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত এবং বাংলা সেশন অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে অংশ নেন ফার্মাসিস্ট আমীর খান। 

বক্তব্য রাখেন কনভেনশনের চেয়ারম্যান ইমাম মির্জা আবু জাফর বেগ এবং ফাদার জিমসহ আরও অনেকে। অতিথি হিসেবে ছিলেন- আব্দুল হাদী আফসারী, মোয়াজ্জেম হোসেন ফারুকী, ড. আবুল কালাম আজাদ, ড. জহিরুল আলম, ইমাম শামসি আলী। 

আরও বক্তব্য রাখেন- মওলানা ফয়েক উদ্দিন, মওলানা সাঈদুর রহমান, ইমাম আনসারুল করীম, মওলানা লুৎফর রহমান কাশেমী, ইমাম আকিমুজ্জামানসহ আরও অনেকে। 

কনভেনশনে নাত পরিবেশন করেন এটর্নী মঈন চৌধুরী ও ইকবাল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন মুফতি আব্দুল মালেক।