বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ আওয়ামী লীগ, অন্টারিও, কানাডার উদ‍্যোগে স্থানীয় রেড হর্ট তন্দুরি রেস্টুরেন্টে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  অন্টারিও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন মাসুদের সঞ্চালনায় ও নির্বাহী সদস‍্য জিয়াউল আহসান চৌধুরী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। আলোচনায় অংশগ্রহণ করেন অন্টারিও আওয়ামী লীগের সহ সভাপতি ফয়জুল করিম, গোলাম সারোয়ার, আবু হেনা কোরাইশী, ইঞ্জি: নওশের আলী, মহিউদ্দিন আহম্মেদ বিন্দু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিলু, দপ্তর সম্পাদক খালেদ শামীম, মহিলা বিষয়ক সম্পাদক হাসমত আরা চৌধুরী জুই, যুব ও ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসেন, মুক্তিযোদ্ধা সম্পাদক মুশফাকুর রহমান আকন্দ, নির্বাহী সদস‍্য দেওয়ান হক, শরিফুল ইসলাম, সোহাগ হোসেন, আশরাফুন নিসা , শায়লা ইসলাম, কানাডা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আব্দুল গাফ্ফার, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আহমেদ মুক্তা, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন, নির্বাহী সদস‍্য ঝোটন তরফদার, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনির, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা সভাপতি ড. হুমায়ূন কবির, সহসভাপতি ড.আমিন তোহা ও কানাডা স্বেচ্ছসেবক লীগের এডভোকেট কামরুল ইসলাম, তাজুল ইসলাম ও কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান।