নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ ও বাংলাদেশ কারেকশন সোসাইটি শ্রদ্ধা-ভালোবাসায় ৯/১১ এর ভিকটিমদের স্মরণ করেছে। গত ১০ সেপ্টেম্বর শনিবার নাইন ইলেভেনে সন্ত্রাসী হামলার ২১ বছর পূর্তি উপলক্ষে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার ইউনিয়নপোর্ট রোডে নানা আয়োজনে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়।  অনুষ্ঠানে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত, প্লেজ অব এলিজেন্স এবং ৯/১১ এর সন্ত্রাসী হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোহতাসিম বিল্লাহ তুষার। নাইন ইলেভেনে নিহতদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন ফাদার ডেভিড। স্মরণ সভা থেকে নাইন ইলেভেনে হামলাকারীদের প্রতি তিব্র ঘৃণা প্রকাশ করে সকল নীরিহ, নিরপরাধ জনসাধারণ, ফায়ার ফাইটার, পুলিশ প্রশাসন সহ জীবন উৎসর্গকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান হয়। বক্তারা বলেন, নাইট ইলেভেনের পর ওই সন্ত্রাসী হামলার দোষ মুসলিমদের ওপরে চাপিয়ে দিয়ে মুসলমানদের ওপর অনেক অত্যাচার নির্যাতন করা হয়েছে। তারা বলেন, যারা ধর্মের নামে সন্ত্রাস করে তাদের আসলেই কোন ধর্ম নেই। সন্ত্রাসীরা কেবলই সন্ত্রাসী। সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সরব থাকতে হবে। সভায় বিশ্বে যেন এমন বর্বরোচিত সন্ত্রাসী হামলার পূনরাবৃত্তি না ঘটতে পারে সেজন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান হয়। ইভেন্ট অর্গানাইজার বাংলাদেশী কমিউনিটি লীডার মোহতাসিম বিল্লাহ তুষার এবং এ ইসলাম মামুনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন, সিটি কাউন্সিলওম্যান আমান্ডা ফারিয়াজ, নিউইয়র্ক স্টেট সিনেটে ডেমোক্রেটিক প্রাইমারী নির্বাচিত অ্যাসেম্বলীওমেন ন্যাথালিয়া ফার্নান্দেজ, নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ৪৩ প্রিসেনক্টের ইন্সপেক্টর কিয়ান রামরী, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, মূলধারার নারী নেত্রী মাজেদা উদ্দিন, বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের সিনিয়র ডিটেকটিভ মাসুদ রহমান, পুলিশ সার্জেন্ট বিলাল উদ্দিন, পুলিশ অফিসার মাহবুবুর জুয়েল, ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লিটন আহমেদ, বাংলাদেশী কারেকশন সোসাইটির সভাপতি কাজী হাসান, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সামাদ মিয়া জাকের, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী রবি উজ্জামান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট হাসান আলী, নূরে আলম জিকু, মঞ্জুর চৌধুরী জগলুল প্রমুখ। এ স্মরণ অনুষ্ঠানে ফাষ্ট রিসপন্ডার, ইএমএস কর্মী, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। সহযোগিতায় ছিল সিনিয়ার কেয়ার, সিটিওয়াইড অ্যাম্বুল্যান্স, হান্টার অ্যাম্বুল্যান্স, ল্যাটেনো পিস অফিসার্স এসোসিয়েশন। পরে নাইন ইলেভেনের ২১ বছর পূর্তিতে ২১ বার বেল রিং বাজানো হয়। প্রসঙ্গত: উল্লেখ্য, অনুষ্ঠানের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রে ইমারজেন্সী মেডিকেল সার্ভিসে প্রথম প্রবাসী বাংলাদেশী প্যারামেডিক মোহতাসিম বিল্লাহ তুষার ৯/১১ এ গ্রাউন্ড জিরো’র উদ্ধার কর্মী ছিলেন। উল্লেখ্য যে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় টুইন টাওয়ার ধ্বংস হবার সাথে সাথে ৬ বাংলাদেশিসহ মোট ২৯৭৮ জনের প্রাণহানী ঘটে। নিহত বাংলাদেশিরা হলেন মুক্তাগাছার নূরল হক মিয়া এবং তার স্ত্রী মৌলভীবাজারের শাকিলা ইয়াসমীন, সুনামগঞ্জের সাব্বির আহমেদ, কুমিল্লার মো. শাহজাহান, সিলেটের সালাহ উদ্দিন চৌধুরী এবং নোয়াখালীর আবুল কে চৌধুরী।