ফ্রান্সে নারীদের সামাজিক সংগঠন বন্ধন’র আয়োজনে প্যারিসের পার্ক দ্যো লা বিলেত পার্কে অনুষ্ঠিত হলো চড়ুইবাতি। শিশু কিশোর ও তরুণ-তরুণীদের প্রাণবন্ত উপস্থিতিতে এ আয়োজনটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। বন্ধনের সভাপতি শিউলি গিয়াসের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক প্রিয় এর উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শিমু, শিউলী রেখা, জেবিন খান, মিথি, পিংকি, এমি, শর্মি, ছেলিনা জামাল, টগর, ফারজানা মনি, তানিয়াসহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মেয়েদের বেলুন উড়ানো, শিশুদের দৌড়সহ নানা খেলাধুলার পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ফার্নিচার’র ম্যানেজিং ডিরেক্টর সেলিম রেজা, নুর উল্লাহ, শাহাদাত হোসেন লিটন, জালাল চৌধুরীসহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় বক্তারা বলেন, প্রবাসে ইট পাথুরে জীবনে এরকম মিলনমেলা ও আনন্দ আয়োজনগুলো প্রবাসীদের কিছুটা আনন্দের উপলক্ষ করে দেয়। প্রবাসীদের এ ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক একটি শক্তিশালি কমিউনিটি গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।