অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের আত্মার মাগফেরাত কামনায় যুক্তরাষ্ট্র জাসাসের উদ্যোগে এক দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। ১১ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত দোয়া-মাহফিলে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ, যুক্তরাজ্যের সিনিয়র সহ -সভাপতি এবং জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়কারী কামাল উদ্দীন এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক দারাদ আহমেদের বোন আনোয়ারা খানমের সুস্থতা কামনা করা হয়।  নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস মসজিদে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান এবং সঞ্চালনা করেন সদস্য-সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি।  মাহফিলে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সেক্রেটারি মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক সহ সভাপতি নিয়াজ আহমেদ জুয়েল, বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, বিএনপি নেতা শাহ আলম, যুক্তরাষ্ট্র জাসাসের সাবেক সেক্রেটারি কাওছার আহমেদ, বিএনপি নেতা নাছিম আহমেদ, আনোয়ার হোসেন, জাসাসের কেন্দ্রীয় নেতা দারাদ আহমেদ, ব্রুকলীন বিএনপির নেতা গোলাম মাহমুদ, রিয়াজ মাহমুদ, আহবাব হোসেন, এডভোকেট আরিফ, আশরাফ হোসেন, জাবেদ ঊদ্দিন, এমদাদ তরফদার, ফয়ছল আহমেদ, মোতাহার হোসেন, হুমায়ুন কবীর, জাসাসের যুগ্ম আহবায়ক সুলতানা খানম, সজীব চৌধুরী ফয়সল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নূরনবী, নিউইয়র্ক স্টেট জাসাসের সভাপতি জাবেদ উদ্দিন, নিউইয়র্ক সিটি জাসাসের সিনিয়র সহ-সভাপতি এমদাদ রহমান তরফদার, যুক্তরাষ্ট্র জাসাসের আহবায়ক কমিটির সদস্য রাজ ইসলাম সহ জাসাসের নেতৃবৃন্দ। বিশেষ মোনাজাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্যও প্রার্থনা করা হয়।  এ সময় আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক উত্তরের নবনির্বাচিত আহ্বায়ক হোসেন চৌধুরী, নিউইয়র্কক স্টেট বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসিম আহমেদ।