নিউইয়র্কে বাংলাদেশীসহ ১১’শ ছাত্রী-ছাত্রীকে মজুমদার ফাউন্ডেশনের স্কুল সাপ্লাই প্রদান
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৪ পিএম



বর্ণমালা ডেস্ক: নিউইয়র্কে মজুমদার ফাউন্ডেশন বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশীসহ প্রায় ১১’শ ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাই বিতরণ করেছে। গত ৪ সেপ্টেম্বর রোববার বিকেল ৫টায় ব্রঙ্কসের ১২২২ হোয়াইট প্লেইনস রোডে উৎসবমুখর পরিবেশে এসব ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাইজ বিতরণ করে প্রতিষ্ঠানটি। মজুমদার ফাউন্ডেশন ৭তম বার্ষিক স্কুল সাপ্লাাই বিতরণ অনুষ্ঠানে কৃতি ছাত্র-ছাত্রী ও কমিউনিটি নেতৃবৃন্দকেও সম্মাননাও জানান হয়। অনুষ্ঠানে ব্যাকপ্যাক সহ স্কুল ও খাদ্য সামগি, বিনামূল্যে হেয়ার কাট, খেলনা, বাউন্টি হাউজ, ডিজে ইত্যাদি প্রদান করা হয়।
মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটির ড্রিস্টিক্ট ১৮ এর কাউন্সিলওম্যান আমান্ডা ফারিয়াস, ডিস্ট্রিক্ট লিডার উইলিয়াম রিভেরা, অ্যাটর্নি ব্রুস ফিশার, বাংলা সিডিপ্যাপ সার্ভিস ও আলেগ্রা হোম কেয়ারের চেয়ারম্যান এবং সিইও আবু জাফর মাহমুদ, মিস ইমিগ্র্যাট স্টেফিনি রাজা প্রমুখ। এ সময় কমিউনিটি ও মুলধারার নেতৃবৃন্দ, সাংবাদিক সহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। মজুমদার ফাউন্ডেশনের পরিচালক এটর্নী রাশেদ মজুমদারের তত্বাবধানে স্কুল সাপ্লাাই বিতরণ করা হয়।
এটর্নী নাসরিন মজনু ও সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানে ২২জন কৃতী ছাত্র-ছাত্রী এবং কমিউনিটি লিডারদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন জামান মাহমুদ, সুমাইয়া আকতার, মো. শামীম মিয়া, এ ইসলাম মামুন, মঞ্জুর চৌধুরী জগলুল, এমবি তুষার, আবদুল কায়্যূম, মনসুর আহমেদ, জামাল হোসেন, কাজী রবিউজ্জামান, সার্জেন্ট বিল্লাল হোসেন, সালমা সুমি, ফাহমিদা চৌধুরী, নুহেল চৌধুরী, এম ফয়েজুল করিম, স্টেফনি রাজা, শানা মেকরমিক প্রমুখ।
মোহাম্মদ এন মজুমদার বলেন, মজুমদার ফাউন্ডেশন দীর্ঘ্যদিন ধরে নানাভাবে কমিউনিটির সেবা দিয়ে আসছে।
প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে স্বল্প আয়ের লোকদের সিটি হাউজিং প্রাপ্তিতে সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও হেইট ক্রাইম ভিক্টিমদের সহায়তা প্রদান অন্যতম। প্রবাসী বাংলাদেশী নতুন প্রজন্মকে শিক্ষায় উৎসাহ দেয়ার লক্ষে নতুন শিক্ষা বর্ষ শুরু হবার আগেই ফ্রি স্কুল সাপ্লাইজ বিতরণ করা হচ্ছে। এবার প্রায় ১১’শ ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাইজ বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।
প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্কে জমকালো আয়োজনে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী

নিউজার্সীতে বিএনপি নেতা ছুফি চৌধুরী সংবর্ধিত

নিউইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলি হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৮ এপ্রিল

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ১২ সদস্য বিশিষ্ট নতুন ট্রাস্টি বোর্ড গঠিত

গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি’র নতুন কমিটির বর্ণিল অভিষেক ও ঈদ পুণর্মিলনী

নিউইয়র্কে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের বৈঠক : পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

পাচারকৃত বাংলাদেশের সম্পদ ফেরাতে প্রবাসীদের সাহায্য চাই -নিউইয়র্কে গভর্নর ড. মনসুর

মিশিগানের হেমট্রামিক সিটি কাউন্সিলে প্রোইমারী নির্বাচনে প্রার্থী হতে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান