নিউইয়র্কে আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ সেপ্টেম্বর সোমবার এ প্রস্তুতি সভায় মিলিত হন নেতা-কর্মীরা। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফরের সময় ভ্যানগার্ড হিসেবে অবস্থানের সংকল্প ব্যক্ত করেন।  যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড.সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদকে পরিচালনায় সহযোগিতা করেন সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন এবং প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল মিয়া। প্রবাসের মুক্তিযোদ্ধাগণও ছিলেন সরব।  উল্লেখ্য, জাতিসংঘের চলতি ৭৭ তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের নেতা হিসেবে অংশগ্রহণের জন্য ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে আসার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাকে জেএফকে এয়ারপোর্টে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপনের পরিকল্পনার কথাও জানানো হয় এ সমাবেশে। এছাড়া জাতিসংঘে ভাষণের সময় বাইরে শান্তি-সমাবেশ করা হবে ব্যাপক উদ্যোগে। সর্বজনীন নাগরিক সংবর্ধনা সমাবেশ সাফল্যমন্ডিত করার প্রস্তুতি নিজ নিজ অবস্থান থেকে শুরু হয়েছে বলেও জানান অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উল্লেখ করা হয়, প্রবাসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত একটি চক্রের অপতৎপরতা সম্পর্কে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্রকারিরা এজেন্ট ঢুকিয়ে দিতে পারে বিশৃঙ্খলার জন্যে, সে ব্যাপারেও চোখ-কান খোলা রাখতে হবে।  এ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ, নিউজার্সি স্টেট আওয়ামী লীগ, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগ, পেন্সিলভেনিয়া স্টেট আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ, সাউথ জার্সি  মেট্রো আওয়ামী লীগ, নিউজার্সি সিটি আওয়ামী লীগ, নিউইয়র্ক আওয়ামী ফোরাম, যুক্তরাষ্ট্র কৃষক লীগ, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমীক লীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ড, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স, এবং মুক্তিযুদ্ধের চেতনার সকল সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভাপতির সমাপনী বক্তব্যে সকলকে নেত্রীর নিরাপত্তার কথা ভেবে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, মুজিব সৈনিক হিসেবে সবকিছুর উর্ধ্বে রাখতে হবে জননেত্রীর সফরসূচিকে। তার সফলতার মধ্যেই প্রতিটি প্রবাসীর সাফল্য আসবে। আগের মত এবারও আমরা সর্বাত্মকভাবে নিবেদিত থাকবো নেত্রীর সফর পর্যন্ত।   আলোচনায় অংশগ্রহণকারি নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, মুক্তিযোদ্ধা খোরশিদ আনোয়ার বাবলু, মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি, মুক্তিযোদ্ধা বি এম জাকির হোসেন হীরু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা মোর্শেদা জামান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মিয়া, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রধান ফাহিম রেজা নূর, ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নূরল ইসলাম নজরুল প্রমুখ।  এ সময় আরো উল্লেখ করা হয় যে, শেখ হাসিনার সফর ঘিরে যে উৎসাহ-উদ্দিপনা গোটা কম্যুনিটিতে তৈরী হয়েছে তাকে সুসংগঠিত করতে সিটির বিভিন্ন স্থানে মতবিনিময় করা হবে। গোটা কম্যুনিটিকে ঐক্যবদ্ধ করতে হবে পারস্পরিক সহযোগিতার দিগন্ত প্রসার করার অভিপ্রায়ে।