জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিউইয়র্ক স্টেট ও সিটি যুবলীগের পাঁচ দিনব্যাপী কর্মসুচি
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৪, ১২:৩১ এএম


বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিউইয়র্ক স্টেট ও সিটি যুবলীগের উদ্যোগে পাঁচ দিনব্যাপী কর্মসুচি পালিত হচ্ছে।
কর্মসুচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ কার্যক্রম। ২৩ বঙ্গবন্ধু এভিনিউর যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসুচির প্রথম দিনে গত ২৭ আগস্ট যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা ও নিউইয়র্ক স্টেট যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ সেলিম আহমেদ সহ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।