বাংলাদেশ গেমস্ ইউএসএ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৭ আগস্ট। এবারই প্রথমবারের মতো এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এস্টোরিয়া পার্ক ট্র্যাক এন্ড ফিল্ডে সকাল দশটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত। সেখানে বিভিন্ন ধরণের খেলায় অংশ নেওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইভেন্টে থাকবে পুরষদের জন্য ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, ৮০০ মিটির দৌড়। থাকবে ১০০/৪ রিলে দৌড়। এছাড়াও পুরষদের জন্য আরো থাকবে ডিসকাস থ্রো ও লং জ্যাম্প। মহিলাদের জন্য রয়েছে ১০০ ও ২০০ মিটার দৌড়, শর্টপুট, ডিসকাস ওম্যান, ম্যান ৫০ আপ শর্টপুট ১০০ মিটার ও ৮০০ মিটার। ইভেন্টে বড় এবং ছোটরা সবাই অংশ নিতে পারবেন। কুইন্স বাংলাদেশ সোসাইটি ইনক- এর  সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ভূঁইয়া (রুমি) বলেন, আমরা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ গেমস নামে একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছি। এই আয়োজনে মহিলা, পুরুষ অংশ নিতে পারবেন। এই গেমসে বাংলাদেশী কমিউনিটির যে কোন ক্রীড়া সংগঠন, সামাজিক, আঞ্চলিক, পেশাজীবী, সংগঠন ও সকল ক্রীড়ামোদী ভাইবোনদের অংশ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যারা অংশ নিবেন তাদেরকে সকল সংগঠন ও ব্যক্তিকে রেজিস্ট্রেশন করতে হবে। এই জন্য কোন ফি দিতে হবে না। তিনি বলেন, আমরা আশা করছি প্রথমবারের মতো হলেও আমাদের এই গেমস সফল হবে এবং উল্লেখযোগ্য প্রতিযোগী অংশ নিবেন। প্রতিযোগিতায় যারা বিজয়ী হবেন তাদেরকে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, অনুষ্ঠানের উদ্বোধন করবেন ডা: খন্দকার মাসুদুর রহমান এম.ডি, গেস্ট অব অনার বঙ্গমাতা পরিষদ, ইউএসএ সভাপতি ডা: এনামুল হক এম.ডি, চিফ প্যাট্রন ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ার ইনকের সিইও গিয়াস আহমেদ। অনারেবল গেস্ট হিসাবে উপস্থিত থাকবেন ডেমোক্যাটিক ডিস্ট্রিক্ট লিঢার এ্যাট লার্জ কুইন্স, নিউইয়র্ক,  বাংলাদেশে সোসাইটি ইনকের সাবেক ট্রাস্টি বোর্ড সদস্য এটর্নী মঈন চৌধুরী। প্যাটরন হিসাবে কাজ করছেন ডা: মুজিবুর রহমান মজুমদার, ডা: জাবের আহমেদ, ডা: আতাউল ওসমানী, ডা: ফজলুল ইউসুফ, ডা: বর্নালী হাসান, ডা: সাইদ চৌধুরী, ডা: শাহ আলম রনি, শাহ নেওয়াজ, আসেফ বারী টুটুল, রুহুল আমিন সিদ্দিকী, মজিব উদ্দিন জেন্টু।  বাংলাদেশের সাবেক জাতীয় খেলোয়ার ও ক্রীড়া সংগঠকবৃন্দ হিসাবে আছেন, প্রাণ গোবিন্দ কুন্ড, মোস্তফা হোসেন মুকুল, সাঈদুর রহমান, সাঈদুর রহমান ডন,  দেওয়ান মোস্তাক, শাহ জালাল মবিন, শাহান উদ্দিন চৌধুরী, সম্রাট হোসেন এমিলি, রানা ফেরদৌস চৌধুরী, এস এম ফেরদৌস, গোলাম মোস্তফা, সেলিনা খান নিপা, বিমল তরফদার, রিপন ফারুক, কারার মিজান, আব্দুর রহিম বাদশা, মাহবুবুর রহমান মিঠু, সলিমুল্লাহ সেলিম, মঞ্জুর আহমেদ চৌধুরী, মেজবাহ অবেদীন, মো: রশিদ রানা। উদযাপন কমিটির উপদিষ্টা হিসাবে রয়েছেন আজমল হোসেন কুনু, তোফায়েল আহমেদ চৌধুরী, জামাল আহমেদ জনি, আলহাজ্ব শমশের আলী। সার্বিক তত্বাবধানে থাকবেন মহিউদ্দন দেওয়ান, সাবেক গোল্ড মেডলিস্ট এ্যাথলেট বাংলাদেশ। অনুষ্ঠানের আহ্বায়ক সৈয়দ এনায়েত আলী, প্রধান সন্বয়কারী কাজী তোফায়েল ইসলাম, সমন্বয়কারী মইনুল ইসলাম, সদস্য সচিব ওয়াহিদ কাজী এলিন। সহযোগিতায় জাকির হোসেন, মীর জাকির, সাইদুজ্জামান রিংকু, মিসবাহ আহমেদ, সাইকুল ইসলাম, হুমায়ূন আহমেদ চৌধুরী, এ কে এম রফিকুল ইসলাম ডালিম, মো: সাদি মিন্টু, নওশেদ সিদ্দিকি, সারোয়ার খান বাবু, মীর্জা দস্তগীর, শাহাদত হোসেন রাজু, আবুল হোসেন, আখতার বাবুল, ইফতেখারুজ্জামান রতন, আইয়ূব সোহেল, কার্যকরী পরিষদে রয়েছেন সহ সাধারণ সম্পাদক শেখ ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফকরুল ইসলাম মজনু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তরিকুল হোসেন বাদল,  সমাজকল্যাণ ও অ্যাপায়ন সম্পাদক মাঈনুজ্জামান চৌধুরী, কার্যকরী সদস্য আজিমুর রহমান (বোরহান),  মাসুদুল হক ছানু, মো: মাসুক মিয়া, জে মোল্লা সানী, আবুল ফজল (লিটন) ও নওশাদ হায়দার।