নিউইয়র্কে বাংলাদেশিদের অন্যতম সামাজিক সংগঠন কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকা’র অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা গত ২১ আগস্ট উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে নবনির্বাচিত কমিটির বর্ণিল এ অভিষেকে আনন্দ-উচ্ছ্বাস, অভিনন্দনের মধ্যদিয়ে বসেছিল কুমিল্লাবাসীর মিলন মেলা। জমকালো সাংস্কৃতিক পরিবেশনার এ অনুষ্ঠানে দেশের ঐতিহ্য, কৃষ্টি ও সাংস্কৃতিক মূল্যবোধকে প্রবাস প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেবিবিএর সভাপতি এবং মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ। উৎসব-আমেজে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজনীতিক ও ব্যবসায়ী হাজী জসীম উদ্দিন। সংগঠনের বিদায়ী সভাপতি গোলাম মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে এবং ইভেন্ট কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক মনির খানের পরিচালনায় নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সরকার ইসলাম। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের পর বাংলাদেশ-আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শপথ গ্রহণের পরপর নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এ সময় বিপুল করতালির মধ্য দিয়ে বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। পরে অভিষিক্ত সভাপতি কাজী মো. আছাদ উল্লাহর সভাপতিত্বে এবং অধ্যাপক মনির খানের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘গেস্ট অব অনার’ ব্যবসায়ী জসিম উদ্দিন ভিপি, রাজনীতিক মাওলানা অলিউল্লাহ, মোহাম্মদ আতিকুর রহমান, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সভাপতি ডা. মো. ইনামুল হক, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজুল ইসলাম পাটোয়ারী, বাংলাদেশ সোসাইটির সভাপতিপ্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, সাধারণ সম্পাদকপ্রার্থী মোহাম্মদ আলী, সহ-সভাপতিপ্রার্থী মহিউদ্দিন দেওয়ান, সহ-সাধারণ সম্পাদকপ্রার্থী মিয়া মুহম্মদ দুলাল, ইভেন্ট কমিটির আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম ও সদস্য সচিব গোলাম আজম লিটন, অভিষিক্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠু, কমিউনিটি এক্টিভিস্ট সরোয়ার খান বাবু, আল আমিন সুমন প্রমুখ। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে কুমিল্লাবাসী ছাড়াও কমিউিনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন। প্রধান অতিথির বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, বাংলাদেশি-আমেরিকানসহ দক্ষিণ এশিয়ানের সংখ্যা আমেরিকায় ক্রমান্বয়ে বাড়লেও নির্বাচনী ময়দানে তেমনভাবে তাদের সরব হতে দেখা যায় না। সিটিজেনদেরকে ভোটার হিসেবে তালিকাভুক্ত হবার মধ্য দিয়ে এই অবস্থা কাটিয়ে উঠতে হবে। প্রবাস প্রজন্মকে মার্কিন রাজনীতির সাথে যুক্ত হবার উৎসাহ জোগাতে হবে। নবনির্বাচিত সভাপতি কাজী মো. আছাদ উল্লাহ তার বক্তব্যে সংগঠনের সাফল্যের জন্য বিদায়ী কমিটির কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি কল্যাণমূলক কাজে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। অভিষিক্তরা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করে বলেন, কুমিল্লাবাসীর যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানে সচেষ্ট থাকবেন তারা। বক্তারা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। সব শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আজগর আলিম, কৃষ্ণা তিথি, রিপন ও দেলোয়ার। শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা গভীর রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা উপভোগ করেন।