নিউইয়র্কের জনপ্রিয় ইউটিউবার প্রিসিলাকে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ ইন্ক এর ইয়ুথ ডেভলপমেন্ট সেক্রেটারী হিসেবে মনোনিত করা হয়েছে।
ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ ইন্ক এর কার্যকরি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান প্রজন্মের অত্যন্ত পরিচিত মুখ বাংলাদেশ কমিউনিটির ইয়ুথ জেনারেশনের আইকন ফাতেমা এন. প্রিসিলাকে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ ইন্ক এর ইয়ুথ ডেভলপমেন্ট সেক্রেটারী হিসেবে নির্বাচন করা হয়েছে।
বর্তমান সময়ে হেইট ক্রাইম, ড্রাগ আসক্ত, আত্মহত্যঅসহ আমাদের যুব সমাজের একটি অংশ নানা অনৈতিক ও অপরাধমূলক কাজে লিপ্ত রযেছে। আমরা অত্যন্ত আশাবাদী যে যুব সমাজের এই ক্লান্তিলগ্নে প্রিসিলার বলিষ্ঠ নেতৃত্বে আমাদের যুব সমাজকে নানা অপকর্ম থেকে রক্ষা করবে। উল্লেখ্য প্রিসিলার বর্তমান ৬ মিলিয়ন এর বেশী ভিউয়ার রয়েছে যারা তার সামাজিক উন্নয়ন কাজকে সাধুবাদ জানায়।
এছাড়াও প্রিসিলা আমাদের বাংলাদেশী কমিউনিটির সার্বিক উন্নয়নে মূলধারার প্রতিষ্ঠানের সাথে এবং সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রক্ষা করে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ ইন্ক এর কার্যক্রম আরো তরান্বিত করবে বলে আমরা বিশ্বাস করি।