চলতি মাসে মাত্র এক সপ্তাহে নিউইয়র্ক সিটি ও এর আশপাশের “সবচেয়ে অপরাধ-কবলিত এলাকা” থেকে দুইশত  জনের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে আইস ও কয়েকটি ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা। 
বুধবার প্রকাশিত আইস-এর এক বিবৃতি অনুসারে, “সম্প্রসারিত ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অভিযান”-এর অংশ হিসেবে ২০৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বেশিরভাগেরই “খুন, ধর্ষণ, হামলা, মাদক পাচার ও শিশুদের যৌন নির্যাতনের মতো গুরুতর অপরাধমূলক ইতিহাস রয়েছে”।
৬ থেকে ১২ এপ্রিলের মধ্যে নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও লোয়ার হাডসন ভ্যালি অঞ্চলে এই অভিযান চালানো হয়।
আইসের বিবৃতি অনুসারে, সংস্থা ও অংশীদাররা “গুরুতর অপরাধের সঙ্গে সম্পৃক্ত বিদেশি অপরাধীদের” অভিযানের লক্ষ্যবস্তু করেছিল। এর মধ্যে সম্প্রতি মনোনীত আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন এমএস-১৩ ও ট্রেন ডি অ্যারাগুয়া এবং সহিংস সুরেনস ও এইটিনথ স্ট্রিট গ্যাং অন্তর্ভুক্ত ছিল।
আইস জানায়, গ্রেপ্তার ২০৬ জনের মধ্যে ১২১ জনের বিরুদ্ধে বড় ধরনের অপরাধমূলক সাজা হয়েছে অথবা তারা বর্তমানে খুন, হামলা, অগ্নিসংযোগ, যৌন ও মাদক অপরাধ এবং আগ্নেয়াস্ত্র অপরাধের অভিযোগের মুখোমুখি।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫৮ বছর বয়সী অবৈধভাবে বসবাসকারী মেক্সিকান নাগরিক আদনান পাউলিনো-ফ্লোরেস রয়েছেন। তার বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ রয়েছে।
আরেকজন ইকুয়েডরের ৫১ বছর বয়সী অবৈধ ব্যক্তি জেইম গুস্তাভো কুইজপি-রোমেরো। তার বিরুদ্ধে অস্ত্র বহন ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে।
লুইস ওলমেডো কুইশপি-পোয়ালাসিন নামে আরেকজন ইকুয়েডরের অবৈধ ব্যক্তির বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে ধর্ষণ, যৌন নির্যাতন, বেআইনি কারাদণ্ড, আঘাতের ভয় দেখিয়ে সাক্ষ্য আটকানো এবং ফোন, কম্পিউটার বা মেইলের মাধ্যমে হুমকি প্রদানের অভিযোগ।
এই অভিযানের ফলে ২২ বছর বয়সী ভেনেজুয়েলার অবৈধ নাগরিক এডিমার আলেজান্দ্রা কোলমেনারেস মেন্ডোজাকেও গ্রেপ্তার করা হয়, যিনি ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের সদস্য। 
ট্রেন ডি আরাগুয়া - “টিডিএ” নামেও পরিচিত। এটি একটি সহিংস অপরাধমূলক সংগঠন যা মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে সন্ত্রাসী কার্যকলাপের এক ধারা চালিয়েছে। এটি জর্জিয়ায় নার্সিং ছাত্র লেকেন রিলে হত্যা এবং কলোরাডোর অরোরায় একটি অ্যাপার্টমেন্ট ভবন দখলসহ বেশ কয়েকটি হাই-প্রোফাইল অপরাধের সাথে জড়িত।
কোলমেনারেস মেন্ডোজার বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ষড়যন্ত্র, চুরি ও চুরি করা সম্পত্তি দখল।