যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি মালিকের বাড়িতে পুড়ে মরলো ৩ স্পেনিশ ইমিগ্রান্ট। রোববার ২০ এপ্রিল মধ্যরাতে জামাইকাস্থ বাংলাদেশি মিজবাহ মাহমুদের বাড়িতে আগুন লেগে তারা মারা যান। তারা ভাড়াটে হিসেবে এ বাড়িতে থাকতেন।ফায়ার ডিপার্টমেন্টের এক অফিসার সহ আহত হয়েছেন ৪ জন। আহতদের মধ্যে ২ জন বাংলাদেশি। বাড়ির মালিক মিজবাহ মাহমুদও মারাত্মক আহত হয়ে ব্রংকসের জ্যাকোবী হাসপাতালে আইসিইউ—তে চিকিৎসাধীন আছেন।
ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি। এলাকাবাসী বলছেন, বাড়িটিতে ধারণ ক্ষমতার চাইতে বেশি লোক থাকতেন। অনেকে ছিল ব্যাচেলর। যারা মারা গিয়েছেন তাদের বয়স ৪৫,৫২ ও ৬৭ বছর। তদন্তের স্বার্থে পুলিশ নিহতদের নাম প্রকাশ করেন নি। ফায়ার ডিপার্টমেন্ট অগ্নিকান্ডের কারণ বের করার জন্য কাজ করছে। সম্প্রতি বাংলাদেশি মালিকানাধীন বাসাবাড়িতে অগ্নিকান্ডের হার বেড়ে গিয়েছে। অনেকে বলছেন, ফায়ার কোড না মানার ফলে এ ধরনের ঘটনা ঘটে থাকে। প্রবাসীদের এ ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত।