কানাডায় বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ক্যালগারির বনভোজন
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৪, ০৬:২৮ এএম



কানাডার ক্যালগেরির গ্রেলনমোর পার্কে বনভোজন করেছে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ক্যালগারি। দুই বছর বিরতির পর কানাডায় বসবাসরত বুয়েটের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা যেন নতুন উদ্যমে মেতে উঠেছিল অন্যরকম এক মিলনমেলায়। এ বনভোজনের আয়োজনে অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন ক্যালগেরিতে বসবাসরত বিশিষ্টজনেরাও।
সারাদিন ব্যাপী বনভোজনে চলে ছোট ছোট শিশু কিশোরদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বিভিন্ন ধরনের খেলা আর বড়দের চিরাচরিত আড্ডা। পরিবার-পরিজন নিয়ে প্রবাসী বাঙালিরা আনন্দে উৎসবে মেতে উঠে আর উপভোগ করে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যকে। বাড়তি আমেজ যোগ করে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার।
ক্যালগেরির বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি শুকুরুজ্জামান তুহিন বলেন, অনেক দিন পর পরিবারের সবাইকে নিয়ে আজ খুব আনন্দ করলাম। আগামী দিনগুলো সবার ভালো কাটুক প্রত্যাশা রইল।
সারাদিনের বনভোজনের সমাপ্তি ঘোষণা করে সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, আগামী দিনে আমরা সবাই একে অপরের সাথে প্রবাসে এভাবে আরও সুন্দর দিন কাটাতে পারি- এটাই চাই।
র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রবাস রিলেটেড নিউজ

মিশিগানের হেমট্রামিক সিটি কাউন্সিলে প্রোইমারী নির্বাচনে প্রার্থী হতে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান

লন্ডন বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সোনিয়া মুন্নি ‘ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত

রিয়েল এস্টেট প্রতারণা : কুইন্সের সংঘবদ্ধ চক্রের গ্রেফতার-১

নিউইয়র্কে বাংলাদেশির বাড়ির আগুনে পুড়ে মরলো ৩ স্পেনিশ

নিউজার্সীতে বিএনপি নেতার সংবর্ধণা অনুষ্ঠিত

বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের ট্রাস্টিবোর্ড গঠিত

‘কংগ্রেসনাল প্রক্লেমেশন’ পেলেন গোলাম ফারুক শাহীন

নিউইয়র্ক রিহ্যাব এক্সপো শুরু ২২ আগস্ট