নিউইয়র্কে মেডোব্রুক ফানান্সিয়াল মটগ্রেজ ব্যাংকার্স কর্প এস্টোরিয়া ব্রাঞ্চ’র উদ্যোগে এক ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ২৫ মার্চ জ্যামাইকার একটি পার্টি হলে এ আয়োজন সম্পন্ন হয়।
ইফতার মাহফিলে রিয়েল এস্টেট ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় আগত অতিথিদের অভ্যর্থনা জানান কোম্পানির লোন অফিসার আজাদুল ইসলাম ও ব্রাঞ্চ ম্যানেজার ভিক্টর এন্ড্রেড। ইফতারের আগে বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শিহাব উদ্দিন।
উপস্থাপিকা সোনিয়ার পরিচালনায় অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য দেন। তারা বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন আহাদ আলী সিপিএ, জাকির চৌধুরী সিপিএ, ব্যবসায়ী নেতা লিটন আহমেদ, বিলাল ইসলাম, রিয়েলেটর মু. কে আহমেদ,মোস্তাফিজুর রহমান লিটন প্রমুখ।
নিউইয়র্কে মেডোব্রুক ফানান্সিয়াল মটগ্রেজ ব্যাংকার্স কর্প এস্টোরিয়া ব্রাঞ্চ’র ইফতার পাটি
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ এএম



প্রবাস রিলেটেড নিউজ

মিশিগানের হেমট্রামিক সিটি কাউন্সিলে প্রোইমারী নির্বাচনে প্রার্থী হতে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান

লন্ডন বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সোনিয়া মুন্নি ‘ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত

রিয়েল এস্টেট প্রতারণা : কুইন্সের সংঘবদ্ধ চক্রের গ্রেফতার-১

নিউইয়র্কে বাংলাদেশির বাড়ির আগুনে পুড়ে মরলো ৩ স্পেনিশ

নিউজার্সীতে বিএনপি নেতার সংবর্ধণা অনুষ্ঠিত

বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের ট্রাস্টিবোর্ড গঠিত

‘কংগ্রেসনাল প্রক্লেমেশন’ পেলেন গোলাম ফারুক শাহীন

নিউইয়র্ক রিহ্যাব এক্সপো শুরু ২২ আগস্ট