নিউইয়র্কের ব্রঙ্কসে আমেরিকার মূলধারার জনপ্রতিনিধিদের সম্মানে কমিউনিটির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২১শে মার্চ শুক্রবার ব্রঙ্কসের পিসি ১০৬ স্কুলে আয়োজিত ইফতার মাহফিলে অতিথি ছিলেন ব্রঙ্কস ব্যুরো প্রেসিডেন্ট ভেনেসা এল গিবসন,স্টেট সিনেটর নাথালিয়া ফার্নান্ডেজ,এসেম্বীওম্যান কারনেজ রায়াজ,নিউইয়র্ক সিটি কাউন্সিল মেজরিটি লিডার আমান্ডা ফারিয়াস।

কমিউনিটি বোর্ড-৯ এর সভাপতি মোহাম্মদ এন মজুমদারের পরিচালনায় বক্তব্য রাখেন কমিনিটি নেতা হাসান আলী,আব্দুস শহীদ,খলিলুর রহমান,বিলাল ইসলাম,এন ইসলাম মামুন, ডিটেকটিভ মাসুদ রহমান, লেঃ বিলাল উদ্দীন ও আয়েশা আরিফ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী,সাংবাদিক শেখ শফিকুর রহমান,এম আলাউদ্দিন,লিয়াকত আলী,কবি আবু তাহের চৌধুরী,সামাদ মিয়া জাকেরিয়া,সিপিএ জাকির চৌধুরী,ফরিদা ইয়াসমিন,এটর্নী রাশেদ মজুমদার,সাব্বির গুল,মোহাম্মদ মুছা প্রমূখ।

কমিউনিটিতে অবদানের স্বীকৃতি স্বরুপ বেশ কজন কে এ্যায়ার্ড দেওয়া হয় তাদের মধ্যে সাব্বির গুল,হাসান আলী,সালমা সুমি,তুষার পিকে,রাশেদ মজুমদার,আয়েশা আরিফ,মোহাম্মদ কে হোসেন,আবু কায়ছার চিশতি,ফারিস আখতার।

বাংলাবাজার মসজিদের ইমাম মাওলানা আবুল কাসেম ইয়াহিয়া কোরআন তেলওয়াত করেন ও রমজানের তাৎপর্য তুলে ধরে দোয়া মুনাজাত পরিচালনা করেন।
পবিত্র ইফতারে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী কমিউনিটির লোকজন অংশগ্রহন করেন।আজানের মধ্যদিয়ে উপস্থিত সকলে ইফতার কার্য সম্পর্ন করেন।