পবিত্র রমাজান উপলক্ষ্যে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন এস্টোরিয়া ওয়ালফেয়ার সোসাইটি ইউএসএ ইনক্ এর বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ) এস্টোরিয়াস্থ ৩৬ এভিনিউয়ের আল আমীন জামে মসজিদ ইসলামিক সেন্টারে এই মাহফিলে আয়োজন করা হয়। এতে প্রায় ২ শতাধিক পুরুষ-নারী অংশ নেন। বিশেষ দোয়া পরিচালনা করেন ইমাম ও খতিব মওলানা লুৎফর রহমান চৌধুরী। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নেসার আহমদ ও মওলানা হাফিজ ইশরাক আহমদ।
অনুষ্ঠানে অতিথি ছিলেন স্টেট সিনেটর ও সিটির আগামী মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রাইমারীতে মেয়র পদপ্রার্থী জেসিকা রামোস, সিটির আগামী নির্বাচনে জজ পদে প্রার্থী এটর্নী মি. থমাস এস ফার্নেন্দাজ, আল আমিন জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন, বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি সোহান আহমেদ টুটুল, সাবেক সভাপতি তজমুল হোসেন, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট আবু তালেব চৌধুরী চান্দু, নিউইয়র্ক প্যারেসবেটিরিয়ান হাসপাতালের ইঞ্জিনিয়ার এম রহমান সায়েম, সাংবাদিক রতন তালুকদার, সাঈদ তারেক, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন ইউএসএ’র সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী এস্টোরিয়া ডিজিটাল ওয়ানের কর্ণধার নজরুল ইসলাম, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট জাহিদ হোসেন প্রমুখ।
ইফতার পূর্ব সভায় সিনেটর জেসিকা রামোস তার পক্ষ থেকে কমিউনিটির কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ এস্টোরিয়া ওয়লেফেয়ার সদস্যদের সম্মাননা প্রদান করেন। সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে প্রক্লোমেশন স্মারক প্রদান করেন জেসিকা রামোস।
সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা এমাদ আহমেদ, চৌধুরী সালেহ, হাজী আব্দুর রহমান, সভাপতি সোহেল আহমদ, সহ সভাপতি কয়েছ আহমদ, সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, সদস্য মীর জাকির, শাহীন হাসনাত, মোহাম্মদ নূরুল হক, আবু সোলেমান, জহিরুল হক চৌধুরী, আনোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাফায়েত খান, আব্দুর রহিম, হাবিবুর রহমান, সাদেক জসিম আহমদ, সাংবাদিক ইকবাল মাহমুদ, আমীর আলী, আল আমিন (জিলা), মিসবাউর রহমান, কামাল হোসেন, ১১৪তম প্রিসেন্ট এর এনওয়াইপিডি কমর্র্র্কর্তা মি. টোবার, ব্যবসায়ী মনিরুজ্জামান, মোস্তফা আলমগীর।
সংগঠনের পক্ষ থেকে সভাপতি সোহেল আহমদ ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন ইফতার মাহফিলে উপস্থিত অতিথিসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এস্টোরিয়া ওয়ালফেয়ার সোসাইটি ইউএসএ ইনক্ এর বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম



প্রবাস রিলেটেড নিউজ

মিশিগানের হেমট্রামিক সিটি কাউন্সিলে প্রোইমারী নির্বাচনে প্রার্থী হতে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান

লন্ডন বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সোনিয়া মুন্নি ‘ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত

রিয়েল এস্টেট প্রতারণা : কুইন্সের সংঘবদ্ধ চক্রের গ্রেফতার-১

নিউইয়র্কে বাংলাদেশির বাড়ির আগুনে পুড়ে মরলো ৩ স্পেনিশ

নিউজার্সীতে বিএনপি নেতার সংবর্ধণা অনুষ্ঠিত

বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের ট্রাস্টিবোর্ড গঠিত

‘কংগ্রেসনাল প্রক্লেমেশন’ পেলেন গোলাম ফারুক শাহীন

নিউইয়র্ক রিহ্যাব এক্সপো শুরু ২২ আগস্ট