মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেছেন মুশফিকুল ফজল আনসারী।
সোমবার (২৭ জানুয়ারি) তিনি মেক্সিকোতে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন।
রাষ্ট্রদূত হিসেবে প্রথম কর্মদিবসের ছবি তিনি ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশন লিখেছেন, ‘নতুন কর্মস্থলের প্রথম দিন।’
এর আগে গত ২১ অক্টোবর সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার।