নিউইয়র্ক সিটি হাউজিং অথোরিটি বাংলাদেশী-আমেরিকান কর্মকর্তাদের উদ্যোগে গত ২১ ডিসেম্বর শনিবার জ্যামাইকার তাজমহল পার্টি হলে এক ফ্যামিলি নাইট উদযাপিত হয়। নিউইয়র্ক সিটি হাউজিং অথোরিটির বাংলাদেশী-আমেরিকান কর্মকর্তাদের পরিবার পরিজন সহ প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। গল্প, গান, বক্তৃতা, ছড়া ও নৃত্যের পরিবেশনায় অনুষ্ঠানটি একটি বাঙালি উৎসবে পরিণত হয়েছিল। তাছাড়া হরেক রকমের সুস্বাদু বাঙ্গালী খাবারও পরিবেশিত হয়।
উদযাপন কমিটির আহ্বায়ক কামাল হোসেন মিঠুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান ও সুব্রত তালুকদারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সৈয়দ রহমান মিজান, ফরিদা ইসলাম, আইরীন ইয়াসমীন, রাশেদ মামুন, নাজমুল ইসলাম, ডালি আকতার, সলিম উল্লাহ চৌধুরী, শেখ শহীদ, সানাউল হক, আকতার হোসেন, মোহাম্মদ রহিম পলাশ, অনুপমা দেবনাথ, রিজওয়ানা রাশিদ। অবসরপ্রাপ্ত সাবেক কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন মীর মাহমুদ, কামাল আহমেদ, আতাউর চৌধুরী, মহসিন জামান, খন্দকার আমিরুল ইসলাম প্রমুখ। তাছাড়া ছড়া পাঠ করে নিউইয়র্কের বিশিষ্ট ছড়াকার মঞ্জুর কাদের।
এ সময় অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোক্তার হোসেন, আবু কামাল, সুলতানা পারভীন, চন্দ্রনাথ পাল, লুবানা ইসলাম, মোহাম্মদ আজগর, দুর্জয় সাহা, সানিউর রহমান, মাহবুবুর রহমান, রাজিব আহমেদ, মোহাম্মদ আজাদ, লায়লা নাহার, নাসিমা হুদা, ইফাত, ফরিদা আক্তার, সুস্মিতা, মহসিন তানিম প্রমুখ।
বক্তব্যের পর পরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বে শিশু-কিশোরদের পক্ষ থেকে গান পরিবেশন করেন স্বপ্নীল তালুকদার। তারপর হাউজিং অথরিটি কর্মকর্তাদের মধ্যে গান পরিবেশন করেন সানাউল হক, নাজ কামাল। তবে হাউজিং অথোরিটি কর্মকর্তাদের মধ্যে দর্শকদের গান গেয়ে মাতিয়ে তুলেন বাপ্পি সোম ও শামীম রেজা এবং চন্দ্রা রায়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী কৃষ্ণা তিথি। তিনি রাত ১০:১৫ থেকে রাত ১২:০০ পর্যন্ত গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মোহাম্মদ মহসিন জামান এবং গীতা পাঠ করেন বিধান চন্দ্র পাল। তারপরেই বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দুই দেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়। বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে সবাই শহীদদের আত্মার শান্তি কামনায় এবং শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তাদের বক্তব্যের মূল লক্ষ্যই ছিল বাংলাদেশী-আমেরিকান নিউইয়র্ক সিটি হাউসিং অথোরিটি কর্মকর্তাদেরকে নিয়ে একটি প্লাটফর্ম দাঁড় করানো। বক্তারা বলেন, আমাদের এই অনুষ্ঠানেই প্রমাণ করেছে আমরা সবাই এক এবং অভিন্ন। সুতরাং আমরা অচিরেই একটি সংগঠন গড়ার লক্ষ্য সবাইকে নিয়ে বসব।
নিউইয়র্ক সিটি হাউজিং অথোরিটি বাংলাদেশী-আমেরিকান কর্মকর্তাদের ফ্যামিলি নাইট উদযাপন
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৭:১৯ পিএম



প্রবাস রিলেটেড নিউজ

মিশিগানের হেমট্রামিক সিটি কাউন্সিলে প্রোইমারী নির্বাচনে প্রার্থী হতে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান

লন্ডন বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সোনিয়া মুন্নি ‘ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত

রিয়েল এস্টেট প্রতারণা : কুইন্সের সংঘবদ্ধ চক্রের গ্রেফতার-১

নিউইয়র্কে বাংলাদেশির বাড়ির আগুনে পুড়ে মরলো ৩ স্পেনিশ

নিউজার্সীতে বিএনপি নেতার সংবর্ধণা অনুষ্ঠিত

বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের ট্রাস্টিবোর্ড গঠিত

‘কংগ্রেসনাল প্রক্লেমেশন’ পেলেন গোলাম ফারুক শাহীন

নিউইয়র্ক রিহ্যাব এক্সপো শুরু ২২ আগস্ট