গত ২৮ শে জুলাই রোজ রবিবার ২০২২ বেলমন্ট লেক স্টেট পার্ক-এ অনুষ্ঠিত হয়ে গেল ডাউনটাউন ম্যানহাটন বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের যাকজমকপূর্ণ বার্ষিক বনভোজন-২০২২। হরেকরকম খাবারের আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য সকালের মজাদার নাস্তা, দুপুরের নানাপ্রকারের সুস্বাদু খাবার, মিষ্টি মিঠাই, পান-সুপারী, বাচ্চাদের চিপস্-ক্যান্ডি এবং বিকালে ছোলা-মুড়ি ও চা-কফিতে সারা দিন ধরেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে। পার্কে পৌঁছেই ডাউনটাউন ম্যানহাটন বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সকল আহ্বায়ক ও সদস্য সচিবসহ কার্যকরী কমিটি সকল সদস্যদেরকে সাথে নিয়ে সভাপতি তরিকুল হোসাইন বাদল এসোসিয়েশনের বার্ষিক বনভোজন-২০২২ শুভ উদ্ধোধন ঘোষনা করেন।
উদ্ধোধনের পরেই পর্যায়ক্রমে বাচ্চাদের, বালক-বালিকা, মহিলা ও পুরুষদের খেলা-ধুলার আয়োজন চলে। বিকালে নাস্তার পর নির্ধারিত নিউইয়র্কের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় যাকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে আকর্র্ষণীয় র্যাফেল ড্র-এর আয়োজন করা হয়। ৩টি স্বর্ণের নেকলেসসহ আকর্ষণীয় মোট ১০টি পুরুস্কার জিতে নেন এসোসিয়েশনের বিভিন্ন সদস্য এবং উপস্থিত অতিথিগণ। সবশেষে ডাউনটাউন ম্যানহাটন বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি তরিকুল হোসাইন বাদল এবং সাধারণ সম্পাদক রিয়াজুল কাদির লস্কার মিঠু, বনভোজন কমিটির আহ্বায়ক মোঃ আবুল কাশেম এবং সদস্য সচিব উস্তার আলীসহ অন্যন্য সকল সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উপস্থিত সকল সদস্য ও অতিথিদেরকে আগামী বছরের বার্ষিক বনভোজনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।