সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে (পার্ক পাওয়া সাপেক্ষে) বনভোজনের সিদ্ধান্ত নিয়েছে জামালপুর জেলা সমিতি। ৩ অগাস্ট বুধবার সন্ধ্যায় উপদেষ্টা পরিষদ এবং কার্যকরী কমিটির যৌথ সভায় বিস্তারিত আলোচনা শেষে এ বি সিদ্দিককে আহ্বায়ক, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামকে যুগ্ম-আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট বনভোজন কমিটি গঠন করা হয়েছে। 

এর সদস্য সচিব হয়েছেন রবিউল ইসলাম, যুগ্ম সদস্য-সচিব খোরশেদ আলম। আর আহবায়ক কমিটির সদস্য হয়েছেন সাইফুল ইসলাম, নূরে আলম সিদ্দিকী এবং ইঞ্জিনিয়ার হাসান আরিফ। এই কমিটির নেতৃত্বে অন্য সকলে সর্বাত্মক সহায়তা দেবেন ব্যতিক্রমী একটি বনভোজন আয়োজনে। 

উপদেষ্টা মোর্শেদা জামানের আহ্বানে এবং অন্য সকলের সহযোগিতায় জ্যাকসন হাইটসে ইটজি রেস্টুরেন্টের পার্টি হলের এ মতবিনিময় সভায় অংশগ্রহণকারী সকলে ঐক্যবদ্ধভাবে বনভোজন সম্পন্ন করার অঙ্গিকার করেন। যাদের গাড়ি নেই তাদের বনভোজনে যাতায়াতের বিশেষ ব্যবস্থার প্রসঙ্গও উঠে। নিজ নিজ কানেকশনে র‌্যাফেল ড্র’র পুরস্কার সংগ্রহ এবং বনভোজনের খরচ সাশ্রয়ের অভিপ্রায়েও সকলে একযোগে মাঠে নামবেন বলে উল্লেখ করেন। 

 

এছাড়া, সমিতি গঠনের সংকল্প অনুযায়ী পারস্পরিক শ্রদ্ধা জাগ্রত রেখে সম্প্রীতির বন্ধন সুসংহত করতেও সকলে মনোযোগী হবেন বলে উল্লেখ করেন। বনভোজন আয়োজনে মূল দায়িত্ব আহবায়ক কমিটির হলেও অন্য সকলে তাদেরকে আন্তরিক সহযোগিতার অঙ্গিকার করেন। 

এ মতবিনিময় সভায় ছিলেন জামালপুর জেলা সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য-সচিব বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সাবেক সভাপতি ফরিদ আলম, আবু হায়াত মোস্তফা হেলাল, মোর্শেদা জামান, কৃষিবিদ আশরাফুজ্জামান, ডিউক খান, বর্তমান সভাপতি খন্দকার মারুফ। আরও ছিলেন অজিত ভৌমিক, মশিউর রহমান, রবিউল ইসলাম, সুলতান মাহমুদ, এ বি সিদ্দিক, মাহবুবুর রহমান মিরন, মো. শফিকুল ইসলাম, মো. রফিকুল হাসান, নূর-ই আলম সিদ্দিকী, দুলাল হোসেন, মো. মোক্তার, আহসান হাবিব, মো. মাসুম, আব্দুল ওয়াহেদ, এ কে এম শফিকুল আকন্দ, মো. সাইফুল ইসলাম, মাসুদ কবির রসুল, আনিস মিয়া, রাসেদুল ইসলাম, আব্দুল লতিফ প্রমুখ।