যুক্তরাষ্ট্র  বৃহত্তর  নোয়াখালী  কল্যাণ  সমিতি  ১০ আগস্ট ১৯৯৩ সালে প্রতিষ্টিত হয়।  ১৯৯৩ সালের ১০ আগস্ট প্রতিষ্টাকালীন সময়ে প্রতিষ্টাতা  সদস্য হিসাবে ছিলেন আব্দুল গাফফার, ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান , আনোয়ার হোসেন লিটন , শাহ আলম  ,মোহাম্মেদ আলী  এবং আল হারুন প্রমুখ।   

এর পূর্বে কয়েকবার যুক্তরাষ্ট্রে বসবাস রত বৃহত্তর  নোয়াখালীর লোক জনের সাথে বিভিন্ন স্থানে পরামর্শ সভা অনুষ্টিত হয়।   ১৪ আগস্ট সবার মতামতের  ভিত্তিতে  মিতালি রেস্টুরেন্ট ম্যানহাটনে  বৈঠক  অনুষ্টিত  হয়েছিল।

 ২৪ আগস্ট  ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্র   বৃহত্তর  নোয়াখালী  কল্যাণ  সমিতির  ২য় সভা হয় এবং আহব্বায়ক কমিটি গঠন করা হয়। ওই সভায় সভাপতিত্ত্ব করেন আব্দুল গাফফার এবং সভা পরিচালনা করেছিলেন মোখলেসুর রহমান।  সভায়   উপস্থিত ছিলেন  দেলোয়ার সিরাজী , মোসারাফ, মুর্শেদ ,  করিম , জাহাঙ্গীর আলম , আল হারুন , আব্দুল মজিদ পাটোয়ারী ,  আনোয়ার হোসেন লিটন ,  খলিলুর রহমান , বেলাল হোসেন , জামাল হোসেন , দুলাল মিয়া , কবির হোসেন ,আলা উদ্দিন , আবুল খায়ের , মাসুম মহসিন , বাবুল , আবুল কাসেম , মোস্তফা ভুঞা , হেলাল পারভেজ , আব্দুল হক , জি এস বাদল , হাসান মাহমুদ , জালাল আহমেদ , আবু মিয়া , ইকবাল হোসেন  এবং মুজিবুল হক চৌধুরী।  এই বিষয়ে ২৬ শে আগস্ট  ১৯৯৩ সালে  নিউইয়র্ক এর সাপ্তাহিক ঠিকানা  পত্রিকাতে  খবর প্রকাশিত হয়েছিল ।  ১৯ সেপ্টেম্বরে  ১৯৯৩ সালে নিউইয়র্ক এর মিতালি রেস্টুরেন্ট ম্যানহাটনে যুক্তরাষ্ট্র  বৃহত্তর  নোয়াখালী  কল্যাণ  সমিতি বৈঠক  অনুষ্টিত হবে  জানিয়ে  ১৭ অক্টোবর ১৯৯৩ সালে বাঙালি পত্রিকায় প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তির  মাধ্যমে  জানানো  হয়েছিল।

১৯৯৩ সালের  ১৭ অক্টোবর রোববার  যুক্তরাষ্ট্র  বৃহত্তর  নোয়াখালী  কল্যাণ  সমিতির সভায় বাংলাদেশ  থেকে  আগত  স্বপন নামের এক ছাত্রকে  চোখের চিকিৎসার জন্য ৫৫০ ডলার  ওই দিন সাহায্য অনুদান  দেয়া হয়। এই খবরটি ছবি সহ  নিউইয়র্ক এর সাপ্তাহিক প্রবাস পত্রিকায় চাপা হয়েছিল।

১৯৯৪ সালের ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্র  বৃহত্তর  নোয়াখালী  কল্যাণ  সমিতির  সাধারণ সভার মাধ্যমে নির্বাচনের বিষয়ে আলোচনা এবং নির্বাচন কালীন সময়ে নির্বাচন কমিশনের দায় , বৃহত্তর  নোয়াখালী  কল্যাণ  সমিতির   হিসাব , বিগত দিনের কর্মকান্ড প্রতিবেদন  সবাইকে অবহিত করা হয়।  ওই সভায় সভাপতিত্ব করেছিলেন সংঘঠনের সভাপতি ক্যাপ্টেন   (অব ) ফরিদ উদ্দিন আহমদ  এবং  সভা পরিচালনা  করেছিলেন সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন বৃহত্তর  নোয়াখালী  কল্যাণ  সমিতির  প্রতিষ্টাতা আব্দুল গাফফার। সভায়  নোয়াখালী  বিভাগ বাস্তবায়নের  দাবিতে কর্ম সূচী গৃহিত হয়।

 সভা চলা কালীন সময় পর্যন্ত ১০৩০ জন সদস্য তালিকা ভুক্তির ঘোষণা করেন এবং হিসাবের প্রতিবেদন প্রকাশের সময়   নোয়াখালী  কল্যাণ  সমিতির  ফান্ডে ১৭ হাজার ৩ শত ৪৪ ডলার ৬৯ সেন্ট জমা রয়েছে জানানো হয়েছিল।

 যুক্তরাষ্ট্র  বৃহত্তর    কল্যাণ  সমিতির  ফান্ডে এত টাকা জমা রয়েছে শুনে উপস্তিত বৃহত্তর  নোয়াখালী   বাসী করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করেছিলেন ।

যুক্তরাষ্ট্র  বৃহত্তর  নোয়াখালী  কল্যাণ  সমিতির  সংবিধানের একটি ধারা ওই সভায় কন্ঠ ভোট পাশ হয়।  

সংবিধানের একটি ধারা মোতাবেক নির্বাচন করতে হলে একজন সদস্যকে কমপক্ষে ৬ মাস পূর্বে  সদস্য ভুক্তি হতে হবে , সেই বিষয়ে আলোচনার পর  এই ধারা পরিবর্তন করে সংযোজন করা ধারায়  বলা হয় - যুক্তরাষ্টে বসবাসরত  বৃহত্তর  নোয়াখালীর ১৮ বছরের অধিক যে   কেউ  নির্বাচন তফসিল ঘোষণার পূর্ব পর্যন্ত সদস্য তালিকা ভুক্ত হতে পারবেন।

১৯৯৪ সালের ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্র  বৃহত্তর  নোয়াখালী  কল্যাণ  সমিতির  সাধারণ সভায়  ১৭ জন প্রতিষ্টাতা   সদস্যকে  সনদপত্র বিতরণ করা হয়।   ১৭ জন প্রতিষ্টাতা   সদস্যরা হলেন -  আব্দুল গাফফার ,  সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান ,আনোয়ার হোসেন লিটন, বজলুর রব হাজারী , এনামুল হায়দার ,  আল হারুন , হারুনুর রশিদ , মোহাম্মদ সাহাব উদ্দিন ,  আনোয়ারুল আজিম , স্বপন  খান , শাহ আলম ভুঞা , শাহ আলম  পাটোয়ারী , রেজাউল করিম চৌধুরি , নিজাম উদ্দিন ,  জাহাঙ্গীর আলম , দেলোয়ার সিরাজী  এবং আবুল বাসার বাহার।
১৯৯৪ সালের ১৫ অক্টোবর বৃহত্তর  নোয়াখালী  কল্যাণ  সমিতির  সাধারণ সভার খবর নিউইয়রকের সাপ্তাহিক প্রবাস ও  সাপ্তাহিক বাঙালি পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

সাপ্তাহিক ঠিকানায়  প্রকাশিত  খবরের  ভিত্তিতে নোয়াখালী  বিভাগ বাস্তবায়নের  দাবিতে ১৯৯৪ সালের  ১১ ডিসেম্বর জাতি সংঘের সামনে  বিক্ষোভে সমাবেশে বৃহত্তর  নোয়াখালী  কল্যাণ  সমিতির  কার্যকরী পরিষদ অংশ গ্রহণ করেছিল।  এই বিষয়ে  ছবি সহ  সাপ্তাহিক ঠিকানা পত্রিকায় ৩০ ডিসেম্বর ১৯৮৪ প্রকাশিত হয়।

১৯৯৪ সালের  জানুয়ারির  ২ তারিখে ব্রুকলেইনের পিএস ১৭৯ স্কুলের মিলনায়তনে  যুক্তরাষ্ট্র  বৃহত্তর  নোয়াখালী  কল্যাণ  সমিতির  বিজয় দিবস  উদযাপন  অনুষ্টানে  প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও জাতীয় সংসদের সাবেক  বিরোধীদলীয় নেতা আ স ম আব্দুর রব। বিশেষ অতিথি হিসাবে উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন বৃহত্তর  নোয়াখালী  কল্যাণ  সমিতির  প্রতিষ্টাতা আব্দুল গাফফার।  অনুষ্টানটির সভাপতিত্ত্ব করেছিন বৃহত্তর  নোয়াখালী  কল্যাণ  সমিতির সভাপতি  ক্যাপ্টেন (অব ) ফরিদ উদ্দিন আহমদ। এতে  মুলধারার রাজনীতিক ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন সহ অনেক সাংবাদিক উপস্হিত  ছিলেন ।
অনুষ্টানটি পরিচালনা করেছিলেন  সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান।

উল্লেখ ,আহব্বায়ক কমিটির প্রধান আব্দুল গাফফারের সভা পতিত্বে এবং সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমানের পরিচালনায়    ৫ ডিসেম্বর  ১৯৯৩ সালে  যুক্তরাষ্ট্র বৃহত্তর  নোয়াখালী  কল্যাণ  সমিতির প্রথম কার্যকরী কমিটি গঠিত হয়েছিল। সাধারণ সভার মাধ্যমে বৃহত্তর  নোয়াখালীর  সর্ব স্থরের জনসাধারণের উপস্তিতিতে  ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়।   প্রথম  কমিটির  সভাপতি ক্যাপ্টেন অবঃ ফরিদ উদ্দিন আহমদ , সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান। এবং একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছিল ।