উৎসব মুখর পরিবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার বাির্ষক বনভোজন অনুষ্ঠিত হলো। লং আইল্যান্ডের বেলমন্ট লেকস্টেট পার্কে গত ১৭ আগষ্ট শনিবার এ বনভোজন অনুষ্ঠিত হয়। প্রতিবছর যুক্তরাষ্ট্রে বসবাসরত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীরা এ ধরনের আয়োজন করে থাকে। এতে কৃষিবিদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
বনভোজনকে সফল করতে রেজাউল হক চৌধুরী মানিককে আহবায়ক ও প্রভাত বোসকে সদস্য সচিব করে একটি বনভোজন উদযাপন কমিটি করা হয়। তাদের সহযোগিতা করেন সংগঠনের সভাপতি এম এ রশীদ ও সাধারন সম্পাদক এম এ মামুন। ক্রিড়া উপকমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন যুগল কিশোর নাথ ঝন্টু।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সেলিম—আলী পরিষদের আতাউর রহমান সেলিম, মোহাম্মদ আলী, মহিউদ্দীন দেওয়ান, তোফায়েল আহমেদ চৌধুরী, লায়ন্সের সাবেক সভাপতি আহসান হাবিব, সাবেক সাধারন সম্পাদক হাসান জিলানী, কমিউনিটি একটিভিস্ট আব্দুর রশীদ বাবু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান ও বাংলাদেশ ল’ ইয়ার সোসাইটির সাবেক সভাপতি মোর্শেদা জামান।


বনভোজনে উল্লেখযোগ্য কৃষিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার উপদেষ্টা ড. গোলাম সামদনী তরফদার, সাবেক সভাপতি মীর ফরিদ উদ্দীন আহমেদ, তৌহিদুর রহমান, কৃষিবিদ এম জাহিদ, কৃষিবিদ মনোয়ারুল ইসলাম, তপতী রায়, অলোক পাল, এস উদ্দীন, এএইচএম কামাল, নাজ কামাল,আসাদুজ্জামান কিরন, সেকেন্দার আলী,আনিসুল হক সোহেল, আব্দুর রউফ মোল্লা, জিয়া, যুগল কিশোর নাথ, এম রানা, সোনিয়া আলমগীর, ফাতেমা মামুন ও শুভময়।

ববনভোজনের প্রধান আর্কষন ছিল র‌্যাফেল ড্র। গোল্ডেন এজ হোম কেয়ারের সৌজন্যে দেয়া প্রথম পুরষ্কার ৫৫ইঞ্চি টেলিভিশন জিতে নেন এম এ মামুন। এল্ডার এজ হোম কেয়ারের দেয়া ল্যাপটপ দ্বিতীয় পুরষ্কার পান আফরোজা ইসলাম। র‌্যাফেল ড্রতে মোট ১৫টি পুরষ্কার ছিল। তৃতীয় পুরষ্কার ছিল এটর্নি মঈন চৌধুরীর সৌজন্যে ল্যাপটপ।