সৌদি প্রতিনিধি : বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন সৌদিআরব পশ্চিমাঞ্চলের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

 

সৌদিআরবের জেদ্দাস্থ রামাদা হোটেলের হলরুমে এ অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলী এমপি।

 

এসময় প্রধান অতিথি বলেন, প্রবাসে দেশের সম্মান বৃদ্ধি, প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা, সচেতনতা বৃদ্ধি এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা পালন করবে।

 

বাংলাদেশের বিমান বন্দরে প্রবাসীদের হয়রানি প্রসঙ্গে বিশেষ অতিথি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোখাম্মেল হোসেন বলেন, “দেশ দাঁড়িয়ে আছে প্রবাসীদের রেমিটেন্স ওপর। অথচ সেই রেমিটেন্স যোদ্ধারাই বিমান বন্দরে হয়রানির শিকার হচ্ছেন এইটা মেনে নেয়া যায় না। বিমানের যে কোন ধরনের হয়রানি হলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য সরকারের প্রতি আহবান জানান সাংবাদিক নেতারা।

 

অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি চ্যানেল আইয়ের সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন।

 

সংগঠনের সাধারণ সম্পাদক এসএ টিভির জেদ্দা প্রতিনিধি বাহার উদ্দিন বকুল, সাংগঠনিক সম্পাদক চ্যানেল টুয়েন্টিফোরের সৌদি আরব প্রতিনিধি সৈয়দ আহমেদ ভুঁইয়া, যুগ্ম সম্পাদক আরটিভির জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোখাম্মেল হোসেন, বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার কনসাল জেনারেল নাজমুল হক, বাংলাদেশ হজ এজেন্সি (হাব) এর সভাপতি শাহাদাৎ হোসেন তসলিম, সৌদি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির কানসালটেন্ট নাশেন আহমেদ ওয়াসিম, সংগঠনের প্রধান উপদেষ্টা রুমি সাঈদ, সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ সেলিম।