নিউইয়র্ক থেকে প্রকাশিত হলো আরো একটি নতুন সাপ্তাহিক। বাংলাদেশের স্বাধীনতা দিবস-২০২৪ ঘিরে ২৬ মার্চ পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়। ‘নিউইয়র্ক সময়’ নামের নতুন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশ জাকারিয়া মাসুদ জিকো। এদিকে পত্রিকাটির প্রথম সংখ্যা বাজারে আসতে না আসতেই প্রধান সম্পদকের পদ ছেড়ে দিয়েছেন কবি ও সাংবাদিক দর্পন কবীর। পত্রিকাটি প্রকাশের ২ দিন পরই তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে। ঘটনাটি কমিউনিটিতে আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। 

এ ব্যাপারে দর্পন কবীরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোন মন্তব্য নয়, শুধু এটকু বলতে পারি যে ব্যক্তিগত ও পারিবারিক কারনে ‘নিউইয়র্ক সময়’ ছাড়লাম। আমি সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ জিকুকে টেক্স ম্যাসেজের মাধ্যমে আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি।

উল্লেখ্য, জাকারিয়া মাসুদ জিকু নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল-এর প্রকাশক ও সম্পাদক ছিলেন। গত বছর এপ্রিল মাসে তিনি পত্রিকাটি বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজের কাছে বিক্রি করে দেন। এর প্রায় ১ বছর পর তিনি আবার এই নতুন পত্রিকা ‘নিউইয়র্ক সময়’ প্রকাশ করেছেন। আজকাল-এর আগে তিনি অধুনালুপ্ত সাপ্তাহিক এখন সময়-এর ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি নিউইয়র্ক থেকে সম্প্রতি প্রচারিত নতুন আইপি টিভি ‘আইবি টিভি’ এর স্বস্তাধিকারী এবং ইংরেজী ফ্যাশন সাময়িকী ‘কালার’এর সম্পাদক।