নিউইয়র্ক থেকে প্রকাশিত হলো আরো একটি নতুন সাপ্তাহিক। বাংলাদেশের স্বাধীনতা দিবস-২০২৪ ঘিরে ২৬ মার্চ পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়। ‘নিউইয়র্ক সময়’ নামের নতুন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশ জাকারিয়া মাসুদ জিকো। এদিকে পত্রিকাটির প্রথম সংখ্যা বাজারে আসতে না আসতেই প্রধান সম্পদকের পদ ছেড়ে দিয়েছেন কবি ও সাংবাদিক দর্পন কবীর। পত্রিকাটি প্রকাশের ২ দিন পরই তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে। ঘটনাটি কমিউনিটিতে আলোচিত ঘটনায় পরিণত হয়েছে।
এ ব্যাপারে দর্পন কবীরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোন মন্তব্য নয়, শুধু এটকু বলতে পারি যে ব্যক্তিগত ও পারিবারিক কারনে ‘নিউইয়র্ক সময়’ ছাড়লাম। আমি সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ জিকুকে টেক্স ম্যাসেজের মাধ্যমে আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি।
উল্লেখ্য, জাকারিয়া মাসুদ জিকু নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল-এর প্রকাশক ও সম্পাদক ছিলেন। গত বছর এপ্রিল মাসে তিনি পত্রিকাটি বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজের কাছে বিক্রি করে দেন। এর প্রায় ১ বছর পর তিনি আবার এই নতুন পত্রিকা ‘নিউইয়র্ক সময়’ প্রকাশ করেছেন। আজকাল-এর আগে তিনি অধুনালুপ্ত সাপ্তাহিক এখন সময়-এর ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি নিউইয়র্ক থেকে সম্প্রতি প্রচারিত নতুন আইপি টিভি ‘আইবি টিভি’ এর স্বস্তাধিকারী এবং ইংরেজী ফ্যাশন সাময়িকী ‘কালার’এর সম্পাদক।
পদ ছেড়ে দিলেন দর্পন কবীর, সাপ্তাহিক ‘নিউইয়র্ক সময়’ প্রকাশিত
প্রকাশিত: ২৭ মে, ২০২৪, ০৭:৫২ পিএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্কে জমকালো আয়োজনে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী

নিউজার্সীতে বিএনপি নেতা ছুফি চৌধুরী সংবর্ধিত

নিউইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলি হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৮ এপ্রিল

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ১২ সদস্য বিশিষ্ট নতুন ট্রাস্টি বোর্ড গঠিত

গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি’র নতুন কমিটির বর্ণিল অভিষেক ও ঈদ পুণর্মিলনী

নিউইয়র্কে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের বৈঠক : পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

পাচারকৃত বাংলাদেশের সম্পদ ফেরাতে প্রবাসীদের সাহায্য চাই -নিউইয়র্কে গভর্নর ড. মনসুর

মিশিগানের হেমট্রামিক সিটি কাউন্সিলে প্রোইমারী নির্বাচনে প্রার্থী হতে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান